রাজবাড়ীতে গণতান্ত্রিক ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন

- আপডেট সময় : ০৭:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫৫ বার পড়া হয়েছে
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে ৩ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দাবি সমুহ হলো, মার্কিন সম্রাজ্যবাদের পরিকল্পনায় ড. ইসনূসের অন্তবর্তী সরকারের নের্তৃত্বে জাতীয় ও জনস্বার্থবিরোধী কথিত সংস্কারের বিপরীতে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠায় সকল সম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রাম বেগবান করুন, সামগ্রিক গুরুত্বের প্রেক্ষিতে নয়াউপনিবেশক আধাসামন্তবাদী বাংলাদেশকে নিয়ে মার্কিনের নের্তেৃত্বে পশ্চাত্যের সম্রাজ্যবাদ এবং প্রতিপক্ষ সম্রাজ্যবাদী চীন-রাশিয়ার আগাসী যুদ্ধে সম্পৃক্ত করা এবং সামরিক ঘাটি স্থাপনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং দ্রব্যমূল্যের লাগমহীন উর্দ্ধগতি, দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, পানির দাম ও শিক্ষা, চিকিৎসায় ব্যায় বৃদ্ধি এবং আইএমএফ এর শর্তপূরুনে ভ্যাট, ট্যাক্স বাড়ানোসহ জাতীয় ও জনজীবনের সমস্যা সমাধানে দূর্বার আন্দোলন গড়ে তুলুন । এ সময় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার সভাপতি রবিউল আলম মিনু, প্রচার সম্পাদক জামিলুর রহমান জামান, সদস্য চুন্নু মোল্লা, আব্দুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন।