ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

সোহেল রানা ॥
  • আপডেট সময় : ১২:২০:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / ১২১ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও গুলিবর্ষণের মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদ হাসান প্লাবন (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে রিয়াদ হাসান প্লাবন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে আব্দুল মান্নান মিয়ার ছেলে।
শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানাগেছে, গত ৩০ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৭০ জনের নাম উল্লেখ করা সহ অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামী করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলনকে নস্যাৎ করার জন্য গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এজাহারনামীয় আসামীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এবং আন্দোলনকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে। হামলায় সোনিয়া আক্তার স্মৃতি, নুরুন্নবী, আশিক ইসলাম অভি, রাজিব মোল্লা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস সরকার, রিয়াজসহ অনেক আন্দোলনকারী আহত হন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন,  রিয়াদ হাসান প্লাবনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ীতে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২০:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও গুলিবর্ষণের মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদ হাসান প্লাবন (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে রিয়াদ হাসান প্লাবন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে আব্দুল মান্নান মিয়ার ছেলে।
শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানাগেছে, গত ৩০ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৭০ জনের নাম উল্লেখ করা সহ অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামী করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলনকে নস্যাৎ করার জন্য গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এজাহারনামীয় আসামীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এবং আন্দোলনকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে। হামলায় সোনিয়া আক্তার স্মৃতি, নুরুন্নবী, আশিক ইসলাম অভি, রাজিব মোল্লা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস সরকার, রিয়াজসহ অনেক আন্দোলনকারী আহত হন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন,  রিয়াদ হাসান প্লাবনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।