সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥
- আপডেট সময় : ১১:৪২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / ৫৯ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে জাকের পার্টির ইউনিয়ন ও ওয়ার্ডের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজবাড়ী জেলা জাকের পার্টি সাংগঠনিক সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার । এছাড়া সভায় কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা জাকের পার্টির নেতাতর্মীরা উপস্থিত ছিলেন। সাংগঠনিক সভা শেষে রাজবাড়ী জেলার ৪২ টি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে।
জাকের পার্টির ৩শ আসনে নির্বাচনের আছে এবং পরিবশে পরিস্থিতি দেখে পার্টি সিদ্ধান্ত নেবে দলটি। এছাড়া সভায় বিগত সময়ের নির্বাচনী ব্যবস্থা তীব্র সমালোচনা করা হয়।
ট্যাগস : Rajbaribd.com