রাজবাড়ীতে নিখোঁজের ২ দিন পর মালটা বাগান থেকে শিশু’র মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৮৮ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে নিখোঁজের ২ দিন পর মিনহাজ নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার পূর্ব ভবদিয়া গ্রামের একটি মালটা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু মিনহাজ একই গ্রামের আজাদ শেখর ছেলে।
নিহত শিশুর স্বজনেরা জানায়, রবিবার বিকালে বাড়ি থেকে বেড় হয় মিনহাজ। প্রতিবেশি অপর শিশুকে বলে যে মুক্তারের মালটা বাগানে যাচ্ছে। রাতে বাড়িতে না ফিরলে অনেক খোজাখুজি করে পরিবারের লোকজন। পরদিন সোমবার খোজ পেতে এলাকায় মাইকিং করলেও সন্ধান পায় না। আজ সকালে একই গ্রামের মুক্তারের মালটা বাগানের বিদুতের তারে মিনহাজের মরদেহ জড়িয়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপর্স) মুকিত সরকার বলেন, ওই মালটা বাগানের চারাপাশে বিদুৎ সংযোগ দেওয়া ছিল। পুলিশের প্রাথমিক ধারণা বিদুৎস্পৃষ্টে ওই শিশুর মৃত্যু হয়েছে।