রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা করে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশে এসআই ওয়াহিদুল হাসান।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কাজীবাধা এলাকার মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। ফরিদ শেখের হাতে হাতকড়া লাগিয়ে তাকে গাড়িতে তোলার সময় তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়।
তোপের মুখে গোয়েন্দা পুলিশের সদস্যরা ফরিদের হাতের হাতকড়া খুলে দিতে বাধ্য হন। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয় এসআই ওয়াহিদুল হাসানকে। পরে পুলিশ অভিযান চালিয়ে পুলিশের উপর আক্রমণ করার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হল মোঃ আবুল কালাম আজাদ (৪৭), মোঃ মিন্টু শেখ (৫৫), আবুল কালাম আজাদের স্ত্রী মোসাঃ সেফালী বেগম (৪৩), মোসাঃ নাসিমা বেগম (২৮) , মোসাঃ শিমু বেগম (২০), সোহাগী বেগম (২৫) গ্রেফতারকৃত সবার বাড়ী কাজী বাধা গ্রামে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, ‘ফরিদকে মাদকসহ হাতেনাতে গ্রেফতারের পর তার পরিবারের নারী ও পুরুষ সদস্যরা আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের এসআই ওয়াহিদুল হাসান আহত হন। তিনি রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’
রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, ‘ফরিদ শেখ একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা রয়েছে। আজ তার বাড়ি থেকে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। দ্রুতই ফরিদ ও তার স্ত্রীকে গ্রেফতারের চেষ্টা চলছে। আর সরকারি কাজে বাধা ও পুলিশের উপর আক্রমনের বিষয়ে মামলা প্রক্রিয়াধিন।
12:38 pm, Monday, 24 March 2025
News Title :
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, এসআই আহত
-
স্টাফ রিপোর্টার ॥
- Update Time : 01:15:00 pm, Wednesday, 26 February 2025
- 203 Time View
Tag :
Popular Post