1:20 pm, Monday, 24 March 2025

রাজবাড়ীতে বিএনপি’র জনসভা অনুষ্ঠিত

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে রাজবাড়ীতে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৩টা থেকে রাজবাড়ীর ঐতিহ্যবাহী আজাদী ময়দানে এ জনসভা শুরু হয়। রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু।

সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিঞা, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএন‌পির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইম আনসারী, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিঞা।

বক্তারা বলেন, “শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমেনি, দুর্নীতি বন্ধ হয়নি, আইনশৃঙ্খলার অবনতি হয়েছে।” তাই দেশের জনগণ এখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা চায়। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশস্থল বিভিন্ন দাবির স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নেতারা বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়, আর বিএনপিই সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

রাজবাড়ীতে বিএনপি’র জনসভা অনুষ্ঠিত

Update Time : 01:10:25 pm, Sunday, 23 February 2025

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে রাজবাড়ীতে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৩টা থেকে রাজবাড়ীর ঐতিহ্যবাহী আজাদী ময়দানে এ জনসভা শুরু হয়। রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু।

সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিঞা, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএন‌পির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইম আনসারী, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিঞা।

বক্তারা বলেন, “শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমেনি, দুর্নীতি বন্ধ হয়নি, আইনশৃঙ্খলার অবনতি হয়েছে।” তাই দেশের জনগণ এখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা চায়। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশস্থল বিভিন্ন দাবির স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নেতারা বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়, আর বিএনপিই সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।”