ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বিএনপির দুই নেতাকে আটকে মারধর করায় মামলা

সোহেল রানা ॥
  • আপডেট সময় : ১২:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / ২৪৬ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে বিএনপির দুই নেতাকে আটকে রেখে পিটিয়ে জখমের অভিযোগে শনিবার সকালে ১২জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

আহত নেতারা হলো, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী মোল্লা (৫০) এবং জেলা বাস্তুহারা দলের সভাপতি ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মহব্বত হোসেন খোকন (৪৫)। আক্কাস আলী মোল্লা জেলা শহরের বিনোদপুর গ্রামের মৃত এনায়েত মোল্লার ছেলে এবং মহব্বত হোসেন খোকন জেলা শহরের লোক নুরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। ওই দুইজন নেতাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে।
রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি থাকা আক্কাস আলী মোল্লা বলেন, জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধ গ্রাম্য সালিশে মিটমাট হবার পর পাওনা টাকা আনতে শুক্রবার সকালে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শামসুল রহমানের বাড়ীতে যান তিনি ও মহব্বত হোসেন খোকন। ওই সময় পূর্বপরিকল্পিতভাবে শামসুল রহমান, ইউসুফ ও রুবেলের নেতৃত্বে ৪০-৪৫জন দূর্বৃত্ত তাদের একটি ঘরের মধ্যে আটকে অমানবিকভাবে লাঠিপেটা করে। সেই সাথে তার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এসে তাদেও উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রাতে মোঃ বাহারুল ইসলাম হিরু বাদী হয়ে শামসু, ইউসুব, রুবেল, নুরনবী, সুজন, সোহান, সজল, রাকিব, রায়হান, লিখন, মাহীম,  আলিম সহ অজ্ঞাতনামা ১৫-২০জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে তারা হাসপাতালে যান এবং আহতদের সাথে কথা বলেন। শনিবার ১২জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ীতে বিএনপির দুই নেতাকে আটকে মারধর করায় মামলা

আপডেট সময় : ১২:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

রাজবাড়ীতে বিএনপির দুই নেতাকে আটকে রেখে পিটিয়ে জখমের অভিযোগে শনিবার সকালে ১২জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

আহত নেতারা হলো, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী মোল্লা (৫০) এবং জেলা বাস্তুহারা দলের সভাপতি ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মহব্বত হোসেন খোকন (৪৫)। আক্কাস আলী মোল্লা জেলা শহরের বিনোদপুর গ্রামের মৃত এনায়েত মোল্লার ছেলে এবং মহব্বত হোসেন খোকন জেলা শহরের লোক নুরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। ওই দুইজন নেতাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে।
রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি থাকা আক্কাস আলী মোল্লা বলেন, জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধ গ্রাম্য সালিশে মিটমাট হবার পর পাওনা টাকা আনতে শুক্রবার সকালে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শামসুল রহমানের বাড়ীতে যান তিনি ও মহব্বত হোসেন খোকন। ওই সময় পূর্বপরিকল্পিতভাবে শামসুল রহমান, ইউসুফ ও রুবেলের নেতৃত্বে ৪০-৪৫জন দূর্বৃত্ত তাদের একটি ঘরের মধ্যে আটকে অমানবিকভাবে লাঠিপেটা করে। সেই সাথে তার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এসে তাদেও উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রাতে মোঃ বাহারুল ইসলাম হিরু বাদী হয়ে শামসু, ইউসুব, রুবেল, নুরনবী, সুজন, সোহান, সজল, রাকিব, রায়হান, লিখন, মাহীম,  আলিম সহ অজ্ঞাতনামা ১৫-২০জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে তারা হাসপাতালে যান এবং আহতদের সাথে কথা বলেন। শনিবার ১২জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।