রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ৭ জনকে মারপিট
- আপডেট সময় : ১২:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ১৫৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে মামলার বাদীকে আটকে রাখার জের ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ৭ জনকে মারপিট করার পাশাপাশি বহনকারী ৭টি মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ উঠেছে।
ওই অভিযোগটি আদালতের নির্দেশে সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজবাড়ী থানায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলায় ২৮ জনকে চিহ্নিত করে এবং অজ্ঞাত পরিচয়ের আরো ৪০-৫০ জনকে আসামী করা হয়েছে।
রাজবাড়ী থানায় রেকর্ড করা মামলার বাদী হয়েছেন রাজবাড়ী জেলা শহরের চরলক্ষীপুর গ্রামের সিরাজুল ইসলাম সবুজের ছেলে রিয়াজুল ইসলাম (২২)। রিয়াজুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক এবং রাজবাড়ী সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
মামলার বাদীর দাবী করেন, তার ফুফু নার্গিস আক্তার গত ১১ আগস্ট রাজবাড়ী থানায় একটি মারামারি মামলা দায়ের করেন। ওই মামলাটি তুলে নেয়ার জন্য আসামী পক্ষের লোকজন তার ফুপুকে আটকে রেখে মারপিট করে। এ ঘটনা জেনে গত ২৩ সেপ্টেম্বর বিকেলে মামলার বাদী রিয়াজুল ইসলামসহ তার ৭জন বন্ধু ৭টি মোটরসাইকেল রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ভগিরথপুরে যায়। ওই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ অন্যান্য আসামীরা তাদেরকে সুকৌশলে দেশীয় অস্ত্র, লাঠিশোঠা নিয়ে তাদেরকে ঘিরে ফেলে এবং বেধড়ক মারপিটের পাশাপাশি তাদের বহনকারী ৭টি মোটরসাইকেল ভাংচুর করে। গুরুতর আহত অবস্থায় রিয়াজুলের ছোট ভাই রবিউল ইসলাম রবিন, বন্ধু রকিবুল, ইয়াহিয়া ও হাসিবকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাজবাড়ী ১নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলাটি আদালতে নির্দেশে সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজবাড়ী থানায় রেকর্ড করা হয়। মামলাটি তদন্ত করছেন রাজবাড়ী থানার এসআই অমিত কুমার বাগচী।