সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কামাল হোসেন ॥
- আপডেট সময় : ০৬:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
- / ৫৪ বার পড়া হয়েছে
রাজবাড়ী পৌর শহরের মাছ বাজার ও কাঁচা বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোল্লা ইফতেখার আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, মোবাইল কোর্ট পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ও ৫২ ধারা লঙ্ঘনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ১,৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিলি করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস : Rajbaribd.com