ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় ৯জনের বিরুদ্ধে মামলা ॥ ২জন গ্রেপ্তার

সোহেল রানা ॥
  • আপডেট সময় : ১২:৪৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / ২২৫ বার পড়া হয়েছে

রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকায় তানভীর মিয়া (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। তানভীর মিয়া রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকার বাবু শেখের ছেলে ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ।

এ ঘটনায় বুধবার সকালে রাজবাড়ী সদর থানায় ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০জনকে আসামী করে মামলা দায়ের করেছেন নিহত তানভীরের মামা আলম শেখ। এ ঘটনায় পুলিশ বিনোদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে কাজল (২১) ও নতুন বাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ (৩০) কে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর)  রাত ৯ টার সময় রাজবাড়ী পৌর শহরের ৩নং ওয়ার্ড বিনোদপুর সার্বজনীন মন্দিরের পাশে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে তানভীর বাড়ির নিকটে থাকা একটি মুদি দোকানে গেলে সেখান থেকে তার প্রতিপক্ষের লোকজন ডেকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে । তাকে ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, রাত ১০ টার দিকে জানতে পেরেছি তানভীর শেখ (২২)  নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। পরবর্তীতে ফরিদপুরে নেওয়ার পথে সে মারা গেছে। এ ঘটনার রহস্য উদঘাটন নিয়ে পুলিশ কাজ করছে। একাধিক টিম মাঠে আছে। এটি নিয়ে আইন-শৃঙ্খলা যাতে কোনভাবেই অবনতি না ঘটে সেদিকে সতর্ক আছে পুলিশ। ধারনা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকান্ড হতে পারে। এ বিষয়ে বুধবার সকালে রাজবাড়ী সদর থানায় ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০জনকে আসামী করে মামলা দায়ের করেছেন নিহত তানভীরের মামা আলম শেখ। এ ঘটনায় পুলিশ বিনোদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে কাজল (২১) ও নতুন বাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ (৩০) কে গ্রেপ্তার করেছে।

 

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় ৯জনের বিরুদ্ধে মামলা ॥ ২জন গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকায় তানভীর মিয়া (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। তানভীর মিয়া রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকার বাবু শেখের ছেলে ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ।

এ ঘটনায় বুধবার সকালে রাজবাড়ী সদর থানায় ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০জনকে আসামী করে মামলা দায়ের করেছেন নিহত তানভীরের মামা আলম শেখ। এ ঘটনায় পুলিশ বিনোদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে কাজল (২১) ও নতুন বাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ (৩০) কে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর)  রাত ৯ টার সময় রাজবাড়ী পৌর শহরের ৩নং ওয়ার্ড বিনোদপুর সার্বজনীন মন্দিরের পাশে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে তানভীর বাড়ির নিকটে থাকা একটি মুদি দোকানে গেলে সেখান থেকে তার প্রতিপক্ষের লোকজন ডেকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে । তাকে ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, রাত ১০ টার দিকে জানতে পেরেছি তানভীর শেখ (২২)  নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। পরবর্তীতে ফরিদপুরে নেওয়ার পথে সে মারা গেছে। এ ঘটনার রহস্য উদঘাটন নিয়ে পুলিশ কাজ করছে। একাধিক টিম মাঠে আছে। এটি নিয়ে আইন-শৃঙ্খলা যাতে কোনভাবেই অবনতি না ঘটে সেদিকে সতর্ক আছে পুলিশ। ধারনা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকান্ড হতে পারে। এ বিষয়ে বুধবার সকালে রাজবাড়ী সদর থানায় ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০জনকে আসামী করে মামলা দায়ের করেছেন নিহত তানভীরের মামা আলম শেখ। এ ঘটনায় পুলিশ বিনোদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে কাজল (২১) ও নতুন বাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ (৩০) কে গ্রেপ্তার করেছে।