রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন আজ শনিবার সকালে শুরু হয়েছে। ভোট গ্রহণ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হবে।
ভোট গ্রহণের কেন্দ্র হিসেবে গ্রুপের নিজস্বকার্যালয় ব্যবহৃত হচ্ছে। এ বছর নির্বাচনে দুটি প্যানেল থেকে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি প্যানেলই সভাপতিসহ সম্পাদক ও সদস্য পদে প্রার্থী দিয়েছে। মোট ১৭টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার সংখ্যা ১৬৭ জন, যারা এই নির্বাচনে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন। জুয়েল, সুকুমার ও হাসান এবং লিটন পরিষদ থেকে প্রার্থীরা এই নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে পরিবহন মালিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ভোট গ্রহণ সুষ্ঠুও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনের ফলাফল রাতে ঘোষণা করা হবে বলে জানা গেছে। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।