রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগ দাবী শিক্ষার্থীদের
- আপডেট সময় : ১২:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / ১২৫ বার পড়া হয়েছে
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এস এম এ হান্নানের পদত্যাগ দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১২টার সময় রাজবাড়ী সদর হাসপাতাল চত্তরে তত্ত্বাবধায়ক ডাঃ এস এম এ হান্নানের পদত্যাগ দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এ সময় তত্ত্বাবধায়ক ডাঃ এস এম এ হান্নান সটকে পরে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে অবস্থান নিলে শিক্ষার্থীরা সেখানেও বিক্ষোভ করে। পরে রাজবাড়ীর সিভিল সার্জনের কাছে সদর হাসপাতালের নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরে শিক্ষার্থীরা।
সিভিল সার্জনের কার্যালয় থেকে বের হয়ে সদর হাসপাতালে তত্বাবধায়কের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী অবস্থান করেন তারা। পরে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এস এম এ হান্নানকে এই হাসপাতাল থেকে পদত্যাগের দাবীতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাইদুর রহমান সাতিব, তাহসীন বিন আতিয়ার তামিম, সৈয়দ আরাফাত, তাফসীন হক, নুর মোঃ নয়ন, নাফিসা প্রভাসহ অন্যন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা বলেন, একটি জেলা হাসপাতাল হওয়া সত্ত্বেও চিকিৎসকদের অবহেলায় এখানে মাঝে মধ্যেই মারা যায় রোগী। রোগীর অবস্থা একটু গরুতর হলেই তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়। এছাড়াও হাসপাতালের খাবার, সৌচাগারসহ নানা অভিযোগ তুলে ধরেন তারা। তারা আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক ডাঃ এস এম এ হান্নান পদত্যাগ না করলে আমরণ অনশনের বসবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।