সভাপতি বাচ্চু, সম্পাদক রাজ্জাক ॥ রাজবাড়ী বার এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

- আপডেট সময় : ০৭:০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ১৬০ বার পড়া হয়েছে
রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সম্মিলিত আইনজীবি ঐক্য পরিষদের সভাপতি-সম্পাদক সহ ১০জন এবং সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. অশোক কুমার সাহা ফলাফল ঘোষণা করেন। ফলাফলে সভাপতি পদে অ্যাড. হাবিবুর রহমান বাচ্চু ১৩১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি অ্যাড. আনিসুর রহমান ৮৮ ভোট পান। সহ-সভাপতি পদে অ্যাড. আব্দুল হাকিম খান রিপন ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি অ্যাড. আব্দুস সাত্তার ৮৮ ভোট পান। সাধারণ সম্পাদক পদে অ্যাড. আব্দুর রাজ্জাক (২) ১৪১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি অ্যাড. রোকনুজ্জামান ৭৪ ভোট পান। সহ সাধারণ সম্পাদক পদে অ্যাড. মিজানুর রহমান সুজন ১২৭ ভোট, অ্যাড. আরব আলী ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দি অ্যাড. আব্দুর রাজ্জাক(১) ৯২ ভোট ও অ্যাড. পরিতোষ কুমার দাস ৭৯ ভোট। ক্রিড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. বিপ্লব রায় ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি অ্যাড. আহম্মদ আলী মৃধা বাটু পেয়েছেন ৮৫ ভোট। সদস্য পদে অ্যাড. কাইয়ুম হোসেন ১৩২ ভোট, অ্যাড. মোঃ মোশারফ হোসেন ১৩০ ভোট, অ্যাড. মোঃ মাহবুবুর রহমান ১৩০ ভোট, অ্যাড. মোহাম্মদ মাসুদুর রশিদ ১৩০ ভোট, অ্যাড. মোঃ জিয়াউর রহমান ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দি অ্যাড. মোঃ শরিফুল ইসলাম ১১৫ ভোট, অ্যাড. মোঃ শহিদুল ইসলাম ৬৫ ভোট, অ্যাড. মোঃ সফিউল রেজা তপন ১২৩ ভোট পান।