হযরত মুহাম্মাদ (সা:) কে নিয়ে কুটক্তির প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ
- আপডেট সময় : ১২:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ৭০ বার পড়া হয়েছে
ভারতে বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সা:) কে নিয়ে কুটক্তি ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রাজবাড়ীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শহরের আজাদী ময়দানে হেফাজত ইসলাম রাজবাড়ী শাখার এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় হযরত মুহাম্মাদ (সা:) কে নিয়ে কুটক্তি ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী রামগিরির ফাঁসীর দাবি জানানো হয়। পরে রাজবাড়ী হেফাজত ইসলামের আমীর হাফেজ মাওলানা ইলিয়াছ মোল্লার নেতৃত্বে শহরে এক বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এসে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন, সদর উপজেলা সভাপতি মাওলানা আলাউদ্দিন আল আযাদ, বালিয়াকান্দি উপজেলার সভাপতি মাওলানা নুর হোসাইন, পাংশা উপজেলা সভাপতি মাওলানা ইদ্রিস আলী, কালুখালী উপজেলা সভাপতি মাওলানা আরিফ বিল্লাহ, গোয়ালন্দ উপজেলা সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, সদর সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মুফতি আব্দুল গফফার প্রমুখ।