ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হযরত মুহাম্মাদ (সা:) কে নি‌য়ে কুট‌ক্তির প্রতিবাদে রাজবাড়ী‌তে বি‌ক্ষোভ

সোহেল রানা ॥
  • আপডেট সময় : ১২:৪৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • / ৬৩ বার পড়া হয়েছে

ভার‌তে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা:) কে নি‌য়ে কুট‌ক্তি ও ইসলাম ধর্ম নি‌য়ে কুরু‌চিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রাজবাড়ী‌ জেলা ইমাম কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা ও বি‌ক্ষোভ মিছিল অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার জুম্মাবাদ জেলা শহ‌রের আজাদী ময়দানে বিভিন্ন মসজিদের মুসল্লীরা জড়ো হন। সেখানে রাজবাড়ী জেলা ইমাম কমিটির এক প্রতিবাদ সভা অনু‌ষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি হা‌ফেজ মাওলানা ইলিয়াছ মোল্লার নেতৃত্বে শহ‌রে এক বি‌ক্ষোভ মিছিল বের করে। বি‌ক্ষোভ মি‌ছিল‌টি শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে রেল‌গেট সংলগ্ন শহীদ মুক্তিযুদ্ধ স্মৃ‌তিস্তম্ভে এসে দোয়া মোনাজা‌তের মাধ‌্যমে শেষ হয়।

এসময় বক্তৃতা করেন, জেলা ইমাম কমিটির সাধারণ মোফাজ্জেল হোসেন আব্বাসী, সহ-সভাপতি আবুল এরশাদ মুহাম্মদ সিরাজুম মনির, সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন আল আযাদ, সমন্বয়কদের পক্ষে এসএম হাসিব, মিরাজুল মজিদ তুর্য, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ। সভায় হযরত মুহাম্মাদ (সা:) কে নি‌য়ে কুট‌ক্তি ও ইসলাম ধর্ম নি‌য়ে কুরু‌চিপূর্ণ মন্তব‌্যকারী ভারতের হিন্দু ধর্মগুরু রামগি‌রি মহারাজ ও বিজেবির বিধায়ক নিশিত রানের ফাঁ‌সীর দাবি জানানো হয়।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

হযরত মুহাম্মাদ (সা:) কে নি‌য়ে কুট‌ক্তির প্রতিবাদে রাজবাড়ী‌তে বি‌ক্ষোভ

আপডেট সময় : ১২:৪৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

ভার‌তে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা:) কে নি‌য়ে কুট‌ক্তি ও ইসলাম ধর্ম নি‌য়ে কুরু‌চিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রাজবাড়ী‌ জেলা ইমাম কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা ও বি‌ক্ষোভ মিছিল অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার জুম্মাবাদ জেলা শহ‌রের আজাদী ময়দানে বিভিন্ন মসজিদের মুসল্লীরা জড়ো হন। সেখানে রাজবাড়ী জেলা ইমাম কমিটির এক প্রতিবাদ সভা অনু‌ষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি হা‌ফেজ মাওলানা ইলিয়াছ মোল্লার নেতৃত্বে শহ‌রে এক বি‌ক্ষোভ মিছিল বের করে। বি‌ক্ষোভ মি‌ছিল‌টি শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে রেল‌গেট সংলগ্ন শহীদ মুক্তিযুদ্ধ স্মৃ‌তিস্তম্ভে এসে দোয়া মোনাজা‌তের মাধ‌্যমে শেষ হয়।

এসময় বক্তৃতা করেন, জেলা ইমাম কমিটির সাধারণ মোফাজ্জেল হোসেন আব্বাসী, সহ-সভাপতি আবুল এরশাদ মুহাম্মদ সিরাজুম মনির, সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন আল আযাদ, সমন্বয়কদের পক্ষে এসএম হাসিব, মিরাজুল মজিদ তুর্য, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ। সভায় হযরত মুহাম্মাদ (সা:) কে নি‌য়ে কুট‌ক্তি ও ইসলাম ধর্ম নি‌য়ে কুরু‌চিপূর্ণ মন্তব‌্যকারী ভারতের হিন্দু ধর্মগুরু রামগি‌রি মহারাজ ও বিজেবির বিধায়ক নিশিত রানের ফাঁ‌সীর দাবি জানানো হয়।