ইসরাইলের ‘ফিলিস্তিনি নির্মূল’ কৌশল নিয়ে জাতিসংঘের উদ্বেগ
- আপডেট সময় : ১২:০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
- / ৪১ বার পড়া হয়েছে
ইসরাইলের চলমান আগ্রাসনের প্রেক্ষিতে পশ্চিম তীরেও গাজার মতো বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজি। তিনি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, গাজার সহিংসতা পশ্চিম তীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে। এতে ফিলিস্তিনিদের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে।
আলবানিজি উল্লেখ করেন, ইসরাইলের সহিংসতা এবং আক্রমণ একটি বৃহত্তর কৌশলের অংশ, যার লক্ষ্য ফিলিস্তিনিদের নির্মূলকরণ এবং আঞ্চলিক সম্প্রসারণ। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের ইসরাইলকে দীর্ঘদিন ধরে ছাড় দেওয়ার কারণে ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনিমুক্ত করার প্রক্রিয়া চলছে।
জাতিসংঘের এই কর্মকর্তা সতর্ক করে বলেন, ফিলিস্তিনিরা এমন একটি শক্তির মুখোমুখি, যারা তাদের জাতিগতভাবে নির্মূল করার চেষ্টা করছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান, ইসরাইলের নীতির বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে, অন্যথায় পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।
গাজায় ইসরাইলি আক্রমণের ফলে ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। একই সময়ে পশ্চিম তীরেও ইসরাইলি আক্রমণে শত শত ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন। আলবানিজি ইসরাইলের এই কর্মকাণ্ডের নথি তৈরি করার কথা জানান এবং নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় সতর্কবার্তা দিলেও, ইসরাইলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরাইলের এই আগ্রাসন ফিলিস্তিনি জনগণের ভবিষ্যৎ এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে প্রশ্নবিদ্ধ করেছে।