ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা নদীতে জেলের জালে বিশাল কুমির

স্টাফ রিপোর্টার ॥
  • আপডেট সময় : ০১:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • / ২৪৯ বার পড়া হয়েছে

পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকারের একটি কুমির ধরা পড়েছে। কুমিরটি প্রায় ১১ ফুট লম্বা, আনুমানিক ২৫০ কেজি ওজন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোটা বালি ঘাটে পদ্মায় মাছ শিকারী শরিফুল ইসলামের জালে আটকা পড়ে কুমিরটি।

জেলে শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও তারা ৭ জনে মিলে পদ্মা নদীতে মাছ ধরতে যান। জাল ফেলার ঘন্টা খানেক পর জাল নৌকায় টেনে তুলতেই দেখেন বিশাল এক কুমির। তিনি বলেন, কয়েকমাস আগেই তারা পদ্মা-গড়াইয়ের মহনায় প্রথম কুমির দেখতে পান।

সরেজমিন গিয়ে দেখা গেছে, পদ্মা তীরে তালবাড়িয়া বালু ঘাটে কুমিরটি এনে রাখা হয়েছে। সেখানে হাজারো নারী-পুরুষ ও শিশুরা ভীড় করেছে। এ সময় কুমিরটি জালের সাথে জড়িয়ে ছিল। জেলেরা দড়ি দিয়ে মুখ ও হাত-পা বেঁধে রেখেছিল। জেলেরা জানান, কুমির জালে আটকা পড়লে তারা বন বিভাগে এবং মিরপুর থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন বিভাগের কুষ্টিয়া সদর রেঞ্জ অফিসার আতিয়ার রহমান, মিরপুর উপজেলার বন কর্মকর্তা জুয়েল আহমেদ ও ভেড়ামারা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম, বন বিভাগের স্টাফ কাজি গোলাম মাওলা।

কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তা আতিয়ার রহমান ও ভেড়ামারা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, কুমিরটি উদ্ধার করা হয়েছে। বিকেলে বন বিভাগের পিকআপ ভ্যানে করে কুমিরটিকে প্রাথমিক চিকিৎসার জন্য কুষ্টিয়া বন বিভাগ অফিসে নিয়ে যাওয়া হয়। পরে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কুমিরটিকে পদ্মা নদীতে অবমুক্ত করা হবে।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

পদ্মা নদীতে জেলের জালে বিশাল কুমির

আপডেট সময় : ০১:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকারের একটি কুমির ধরা পড়েছে। কুমিরটি প্রায় ১১ ফুট লম্বা, আনুমানিক ২৫০ কেজি ওজন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোটা বালি ঘাটে পদ্মায় মাছ শিকারী শরিফুল ইসলামের জালে আটকা পড়ে কুমিরটি।

জেলে শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও তারা ৭ জনে মিলে পদ্মা নদীতে মাছ ধরতে যান। জাল ফেলার ঘন্টা খানেক পর জাল নৌকায় টেনে তুলতেই দেখেন বিশাল এক কুমির। তিনি বলেন, কয়েকমাস আগেই তারা পদ্মা-গড়াইয়ের মহনায় প্রথম কুমির দেখতে পান।

সরেজমিন গিয়ে দেখা গেছে, পদ্মা তীরে তালবাড়িয়া বালু ঘাটে কুমিরটি এনে রাখা হয়েছে। সেখানে হাজারো নারী-পুরুষ ও শিশুরা ভীড় করেছে। এ সময় কুমিরটি জালের সাথে জড়িয়ে ছিল। জেলেরা দড়ি দিয়ে মুখ ও হাত-পা বেঁধে রেখেছিল। জেলেরা জানান, কুমির জালে আটকা পড়লে তারা বন বিভাগে এবং মিরপুর থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন বিভাগের কুষ্টিয়া সদর রেঞ্জ অফিসার আতিয়ার রহমান, মিরপুর উপজেলার বন কর্মকর্তা জুয়েল আহমেদ ও ভেড়ামারা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম, বন বিভাগের স্টাফ কাজি গোলাম মাওলা।

কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তা আতিয়ার রহমান ও ভেড়ামারা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, কুমিরটি উদ্ধার করা হয়েছে। বিকেলে বন বিভাগের পিকআপ ভ্যানে করে কুমিরটিকে প্রাথমিক চিকিৎসার জন্য কুষ্টিয়া বন বিভাগ অফিসে নিয়ে যাওয়া হয়। পরে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কুমিরটিকে পদ্মা নদীতে অবমুক্ত করা হবে।