11:28 pm, Sunday, 6 April 2025

রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত ১৭ পরিবারকে ৫ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখা। ঢাকায় নিহত আব্দুল গণি শেখ ও সাগরের পরিবারকে ৪ লাখ টাকা এবং আহত ১৫ পরিবারকে চিকিৎসার জন্য ১ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলার শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় এ অর্থ বিতরণ করা হয়।

রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাডঃ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে¡ মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আলিমুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আবদুত তওয়াব, ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মোঃ জামাল উদ্দিন, রাজবাড়ী জেলা জামায়াতের নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা কর্ম পরিষদ সদস্য হারুন উর রশিদ, ইসলামী ছাত্র শিবির জেলার সভাপতি মোঃ নুরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাফেজ হাসিবুল হাসানসহ ঢাকায় গুলিতে নিহত শহীদ পরিবারের সদস্যরা।

এসময় বক্তারা বলেন, শত শত ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আজ দেশ স্বাধীন হয়েছে। এ দেশ যাতে আর কোনো স্বৈরাচারীর কবলে না পড়ে দেশবাসীকে সেদিকে খেয়াল রাখতে হবে। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি সুন্দর, সুশৃঙ্খল দেশ বিনির্মাণে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সবধরনের সহযোগিতা করা হবে, তাদেরকে ব্যার্থ হতে দেয়া যাবে না।। বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলতে কিছু নেই আমরা সবাই বাংলাদেশি। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার সুষ্ঠু বিচার ও নিহতদের পরিবারকে সরকারিভাবে ভাতা দেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Update Time : 01:14:18 pm, Saturday, 21 September 2024

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত ১৭ পরিবারকে ৫ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখা। ঢাকায় নিহত আব্দুল গণি শেখ ও সাগরের পরিবারকে ৪ লাখ টাকা এবং আহত ১৫ পরিবারকে চিকিৎসার জন্য ১ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলার শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় এ অর্থ বিতরণ করা হয়।

রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাডঃ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে¡ মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আলিমুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আবদুত তওয়াব, ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মোঃ জামাল উদ্দিন, রাজবাড়ী জেলা জামায়াতের নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা কর্ম পরিষদ সদস্য হারুন উর রশিদ, ইসলামী ছাত্র শিবির জেলার সভাপতি মোঃ নুরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাফেজ হাসিবুল হাসানসহ ঢাকায় গুলিতে নিহত শহীদ পরিবারের সদস্যরা।

এসময় বক্তারা বলেন, শত শত ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আজ দেশ স্বাধীন হয়েছে। এ দেশ যাতে আর কোনো স্বৈরাচারীর কবলে না পড়ে দেশবাসীকে সেদিকে খেয়াল রাখতে হবে। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি সুন্দর, সুশৃঙ্খল দেশ বিনির্মাণে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সবধরনের সহযোগিতা করা হবে, তাদেরকে ব্যার্থ হতে দেয়া যাবে না।। বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলতে কিছু নেই আমরা সবাই বাংলাদেশি। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার সুষ্ঠু বিচার ও নিহতদের পরিবারকে সরকারিভাবে ভাতা দেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতারা।