রাজবাড়ীতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, কালজ্বয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৭ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মীর মশাররফ হোসেনের ১৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকালে তার সমাধীস্থল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদীতে পুষ্পমাল্য অর্পন করেন, বাংলা একাডেমি, জেলা প্রসাশন, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজ, মীর মশাররফ হোসেন স্মৃতি পরিষদ সহ স্থানীয় বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন।
পরে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠিত হয় সেমিনার। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলা একাডেমীর সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ নায়েব আলী। অনুষ্ঠানের স্বাগত বক্তৃতা করেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম। আলোচক ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ, খুলনা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক আবুল ফজল, রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহজালাল, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের মুন্সী আমির আলী। প্রবন্ধকার ছিলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর।
সাহিত্যিক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। সেখানেই তাকে সমাহিত করা হয়।
সাহিত্যিক মীর মশাররফ হোসেন রত্নবতী, বসন্তকুমারী, জমিদার দর্পণ, গড়াই ব্রীজ বা গৌড়ী সেতু, এর উপায় কি (প্রহসন) বিসাদসিন্ধুসহ ৩৭ টি গ্রন্থ্য, নাটক, কবিতা রচনা করেছেন।
2:08 am, Thursday, 3 April 2025
News Title :
রাজবাড়ীতে সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৭ তম জন্মবার্ষিকী পালিত
-
সোহেল রানা ॥
- Update Time : 12:43:29 pm, Wednesday, 13 November 2024
- 131 Time View
Tag :
Popular Post