1:20 am, Thursday, 15 May 2025

সন্ত্রাস দখলদারি ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে বালিয়াকান্দিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সন্ত্রাস, দখলদারি ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ডিগ্রী কলেজ গেইটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী সারাফাত ইসলাম, মুরাদ শেখ, আশিক শেখ, নাবিল দেওয়ান, সিফাত প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বালিয়াকান্দি থেকে এসে জামালপুর ডিগ্রী কলেজে প্রভাব বিস্তারের লক্ষ্যে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মরধরসহ বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করছে মশিউল আযম চুন্নুর নেতৃত্বে বহিরাগতরা। এতে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে পাশাপাশি সাধারণ শিক্ষক ও ছাত্রছাত্রীরা রয়েছেন আতঙ্কে। যে কারণে আজ আমরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছি। আমাদের দাবি, জামালপুর ডিগ্রী কলেজে কোন বহিরাগত লোক নয় জামালপুরের স্থানীয় কাউকে অভিভাবক হিসাবে নিয়োগ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা জামালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন মৃধা ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগে উল্লেখ করা হয়, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ডিগ্রী কলেজে অভিভাবক হিসেবে একজনকে নাম প্রস্তাব করে জাতীয় বিশ^বিদ্যালয়
(ভিসি) বরাবর পাঠানোর নির্দেশনা এসেছে। গত ২ সেপ্টেম্বর বালিয়াকান্দি থেকে মশিউল আযম চুন্নুর নেতৃত্বে বহিরাগতরা কলেজ শিক্ষার্থীদের মারধরসহ বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করে ওই কলেজের অধ্যক্ষকে অভিভাবক হিসাবে নিজের
নাম প্রস্তাব করার জন্য নির্দেশ দেন। এতে ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে।
এ প্রসঙ্গে জামালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন মৃধা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা লিখিত একটি অভিযোগ দিয়েছে। আসলে এটা আমার হাতে নয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হবে। তাদের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মরধরসহ বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

সন্ত্রাস দখলদারি ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে বালিয়াকান্দিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Update Time : 08:13:03 pm, Sunday, 8 September 2024

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সন্ত্রাস, দখলদারি ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ডিগ্রী কলেজ গেইটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী সারাফাত ইসলাম, মুরাদ শেখ, আশিক শেখ, নাবিল দেওয়ান, সিফাত প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বালিয়াকান্দি থেকে এসে জামালপুর ডিগ্রী কলেজে প্রভাব বিস্তারের লক্ষ্যে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মরধরসহ বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করছে মশিউল আযম চুন্নুর নেতৃত্বে বহিরাগতরা। এতে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে পাশাপাশি সাধারণ শিক্ষক ও ছাত্রছাত্রীরা রয়েছেন আতঙ্কে। যে কারণে আজ আমরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছি। আমাদের দাবি, জামালপুর ডিগ্রী কলেজে কোন বহিরাগত লোক নয় জামালপুরের স্থানীয় কাউকে অভিভাবক হিসাবে নিয়োগ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা জামালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন মৃধা ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগে উল্লেখ করা হয়, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ডিগ্রী কলেজে অভিভাবক হিসেবে একজনকে নাম প্রস্তাব করে জাতীয় বিশ^বিদ্যালয়
(ভিসি) বরাবর পাঠানোর নির্দেশনা এসেছে। গত ২ সেপ্টেম্বর বালিয়াকান্দি থেকে মশিউল আযম চুন্নুর নেতৃত্বে বহিরাগতরা কলেজ শিক্ষার্থীদের মারধরসহ বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করে ওই কলেজের অধ্যক্ষকে অভিভাবক হিসাবে নিজের
নাম প্রস্তাব করার জন্য নির্দেশ দেন। এতে ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে।
এ প্রসঙ্গে জামালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন মৃধা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা লিখিত একটি অভিযোগ দিয়েছে। আসলে এটা আমার হাতে নয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হবে। তাদের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মরধরসহ বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।