5:54 pm, Friday, 2 May 2025

ফরিদপুরের চরহাজিগঞ্জ বণিক সমিতি নির্বাচন, প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আগামী ১৫ ডিসেম্বর চরহাজিগঞ্জ হাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন, বর্তমান সভাপতি কবিরুল আলম চেয়ার মার্কা ও বর্তমান সেক্রেটারী নূর মোহাম্মদ বেপারী ছাতা মার্কায়, সহ-সভাপতি পদে বর্তমান সহ-সভাপতি মোঃ লুৎফর খন্দকার হারিকেন মার্কা ও কুমারেশ পোদ্দার ফুটবল মার্কায় লড়ছেন। সেক্রেটারী পদে দুইজনই নতুন মুখ একজন আমিন খার হাট জুনিয়র হাই স্কুলের সিনিয়র সায়েন্সের শিক্ষক আবু রায়হান আল হাসান ও মোঃ ওবাইদুর রহমান এমবিএ । আর পরিচালকের ৬টি পদের জন্য ৮ জন প্রার্থী লড়ছেন। তারা হলেন, মোঃ মজিবর রহমান চাকা মার্কা আব্দুল কুদ্দুস শেখ হরিণ মার্কা, নিমাই মন্ডল ডাব মার্কা, আঃ মোতালেব খান মোরগ মার্কা ,মোঃ মমিন মোল্লা খেজুর গাছ মার্কা ,আঃ সালাম মন্ডল আম মার্কা, আবু বক্কার ব্যাপারী মোটরসাইকেল মার্কা , মোঃ সেখ খবির কাপ পিরিস মার্কা । প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে হাজীগঞ্জ বাজারের আশপাশ এলাকা। সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারী ও পরিচালকদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গোটা এলাকা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের পক্ষ থেকে প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে অত্র এলাকা, প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাটবাজার সর্বত্র যাচ্ছেন আর ভোট চাইছেন। চরহাজিগঞ্জ হাট বাজার বণিক সমিতির মোট ৮৫৬ জন ভোটার রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

ফরিদপুরের চরহাজিগঞ্জ বণিক সমিতি নির্বাচন, প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

Update Time : 11:56:41 am, Saturday, 7 December 2024

আগামী ১৫ ডিসেম্বর চরহাজিগঞ্জ হাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন, বর্তমান সভাপতি কবিরুল আলম চেয়ার মার্কা ও বর্তমান সেক্রেটারী নূর মোহাম্মদ বেপারী ছাতা মার্কায়, সহ-সভাপতি পদে বর্তমান সহ-সভাপতি মোঃ লুৎফর খন্দকার হারিকেন মার্কা ও কুমারেশ পোদ্দার ফুটবল মার্কায় লড়ছেন। সেক্রেটারী পদে দুইজনই নতুন মুখ একজন আমিন খার হাট জুনিয়র হাই স্কুলের সিনিয়র সায়েন্সের শিক্ষক আবু রায়হান আল হাসান ও মোঃ ওবাইদুর রহমান এমবিএ । আর পরিচালকের ৬টি পদের জন্য ৮ জন প্রার্থী লড়ছেন। তারা হলেন, মোঃ মজিবর রহমান চাকা মার্কা আব্দুল কুদ্দুস শেখ হরিণ মার্কা, নিমাই মন্ডল ডাব মার্কা, আঃ মোতালেব খান মোরগ মার্কা ,মোঃ মমিন মোল্লা খেজুর গাছ মার্কা ,আঃ সালাম মন্ডল আম মার্কা, আবু বক্কার ব্যাপারী মোটরসাইকেল মার্কা , মোঃ সেখ খবির কাপ পিরিস মার্কা । প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে হাজীগঞ্জ বাজারের আশপাশ এলাকা। সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারী ও পরিচালকদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গোটা এলাকা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের পক্ষ থেকে প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে অত্র এলাকা, প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাটবাজার সর্বত্র যাচ্ছেন আর ভোট চাইছেন। চরহাজিগঞ্জ হাট বাজার বণিক সমিতির মোট ৮৫৬ জন ভোটার রয়েছে।