ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বছরের প্রথম দিনেও মাধ্যমিক বিদ্যালয়ে বই পৌঁছায়নি

কামাল হোসেন ॥
  • আপডেট সময় : ০৪:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / ৭০ বার পড়া হয়েছে

নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেও রাজবাড়ীর অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে বই পৌঁছায়নি। বুধবার (০১ জানুয়ারি) সকাল ১০টার পর মাধ্যমিকের বইবাহী ট্রাক রাজবাড়ীতে আসে, যা সময়মতো বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। ফলে শিক্ষার্থীরা নতুন বই না পেয়ে হতাশায় দিন কাটিয়েছে।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্য্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা মাঠে বসে নতুন বইয়ের অপেক্ষায় ছিল। তবে দুপুর ১২টা পর্যন্ত বই না পেয়ে অনেকে মলিন মুখে বাড়ি ফিরে যায়। এদিকে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে বেলা সাড়ে ১১টার দিকে কিছু বই বিতরণ শুরু হয়। এতে শুধুমাত্র “শুধু অষ্টম শ্রেণির বাংলা, ইংরেজি এবং গণিত বই বিতরণ করা হয়। অপরদিকে মফস্বল এলাকাগুলোতেও এখন পর্যন্ত বই পায়নি তবে শিক্ষকরা জানিয়েছেন  বইয়ের জন্য ফোন পেয়েছি যা এখন এনে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা সম্ভব নয়। তবে বইগুলো আগামীকাল অবশ্যই বিতরণ করা হবে।

এবিষয়ে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকরা জানান, আজ দুপুরে বই এসেছে শুধু অষ্টম শ্রেণির বাংলা, ইংরেজি এবং গণিত বই পেয়েছি। যা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। বাকি বই কবে আসবে, তা জানি না। তবে উর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে আস্বস্ত করা হয়েছে যে দ্রুতই বই দেওয়া হবে। বই আসার সাথে সাথেই তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, “সকাল ১০টার পর বইয়ের ট্রাক রাজবাড়ী পৌঁছেছে। আমরা বিদ্যালয়গুলোতে সংবাদ দিয়ে বই বিতরণের ব্যবস্থা করেছি। একই শ্রেণির তিনটি বই এসেছে, বাকি বই পর্যায়ক্রমে আসবে। মাধ্যমিকে বইয়ের চাহিদা প্রায় ১৭ লাখ।” বছরের প্রথম দিনে বই বিতরণে এই ধীরগতির কারণে শিক্ষার্থীরা হতাশ হয়েছে। দ্রুত বই পৌঁছানোর ব্যবস্থা নিয়ে শিক্ষাবর্ষের শুরুতেই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ীতে বছরের প্রথম দিনেও মাধ্যমিক বিদ্যালয়ে বই পৌঁছায়নি

আপডেট সময় : ০৪:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেও রাজবাড়ীর অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে বই পৌঁছায়নি। বুধবার (০১ জানুয়ারি) সকাল ১০টার পর মাধ্যমিকের বইবাহী ট্রাক রাজবাড়ীতে আসে, যা সময়মতো বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। ফলে শিক্ষার্থীরা নতুন বই না পেয়ে হতাশায় দিন কাটিয়েছে।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্য্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা মাঠে বসে নতুন বইয়ের অপেক্ষায় ছিল। তবে দুপুর ১২টা পর্যন্ত বই না পেয়ে অনেকে মলিন মুখে বাড়ি ফিরে যায়। এদিকে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে বেলা সাড়ে ১১টার দিকে কিছু বই বিতরণ শুরু হয়। এতে শুধুমাত্র “শুধু অষ্টম শ্রেণির বাংলা, ইংরেজি এবং গণিত বই বিতরণ করা হয়। অপরদিকে মফস্বল এলাকাগুলোতেও এখন পর্যন্ত বই পায়নি তবে শিক্ষকরা জানিয়েছেন  বইয়ের জন্য ফোন পেয়েছি যা এখন এনে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা সম্ভব নয়। তবে বইগুলো আগামীকাল অবশ্যই বিতরণ করা হবে।

এবিষয়ে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকরা জানান, আজ দুপুরে বই এসেছে শুধু অষ্টম শ্রেণির বাংলা, ইংরেজি এবং গণিত বই পেয়েছি। যা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। বাকি বই কবে আসবে, তা জানি না। তবে উর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে আস্বস্ত করা হয়েছে যে দ্রুতই বই দেওয়া হবে। বই আসার সাথে সাথেই তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, “সকাল ১০টার পর বইয়ের ট্রাক রাজবাড়ী পৌঁছেছে। আমরা বিদ্যালয়গুলোতে সংবাদ দিয়ে বই বিতরণের ব্যবস্থা করেছি। একই শ্রেণির তিনটি বই এসেছে, বাকি বই পর্যায়ক্রমে আসবে। মাধ্যমিকে বইয়ের চাহিদা প্রায় ১৭ লাখ।” বছরের প্রথম দিনে বই বিতরণে এই ধীরগতির কারণে শিক্ষার্থীরা হতাশ হয়েছে। দ্রুত বই পৌঁছানোর ব্যবস্থা নিয়ে শিক্ষাবর্ষের শুরুতেই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন অভিভাবকরা।