11:36 am, Sunday, 20 April 2025

রাজবাড়ী থেকে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে রাজবাড়ী রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাত ১২টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। স্টেশনে এসে অনেকেই ফিরে যেতে বাধ্য হচ্ছেন, অনেকে আবার তাদের যাত্রা বাতিল করছেন।

সাধারণত ভোর ৬টায় রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্যে রাজবাড়ী এক্সপ্রেস ট্রেন ছাড়ে। তবে আজ সেই ট্রেনটি ছাড়েনি। সকাল ৬:১৫-তে রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট সাটল ট্রেন এবং সকাল ৮:১০-তে রাজবাড়ী-পোড়াদহ সাটল ট্রেনও বন্ধ রয়েছে। এ ছাড়া মধুমতি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে, রাত ১২টার আগে খুলনা থেকে ছেড়ে আসা নকসী কাঁথা মেইল ট্রেন রাজবাড়ী হয়ে ঢাকায় পৌঁছেছে। এছাড়াও যাত্রীরা অভিযোগ করে বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ যদি আগে থেকেই মাইকিংসহ প্রচার চালাতো, তাহলে তারা এমন ভোগান্তিতে পড়তেন না।

একাধিক যাত্রী জানান, ট্রেনে যেতে যেখানে ১০ টাকা খরচ হতো, সেখানে এখন ওই গন্তব্যে পৌঁছাতে এখন অতিরিক্ত টাকা খরচ করতে হবে। কেউ কেউ বাসে যাওয়ার প্রস্তুতি নিয়েও বাড়ি থেকে বের হননি। এই পরিস্থিতিতে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ছিল কর্মবিরতির বিষয়টি আগে থেকে জানানো, যাতে তারা বিকল্প ব্যবস্থা নিতে পারতেন।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী জানান, রাত ১২টার পর থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। তবে যাত্রীরা, যারা আগেই টিকিট কেটেছেন, তারা রেলের পক্ষ থেকে টাকা ফেরত পাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

রাজবাড়ী থেকে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

Update Time : 12:47:54 pm, Tuesday, 28 January 2025

রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে রাজবাড়ী রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাত ১২টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। স্টেশনে এসে অনেকেই ফিরে যেতে বাধ্য হচ্ছেন, অনেকে আবার তাদের যাত্রা বাতিল করছেন।

সাধারণত ভোর ৬টায় রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্যে রাজবাড়ী এক্সপ্রেস ট্রেন ছাড়ে। তবে আজ সেই ট্রেনটি ছাড়েনি। সকাল ৬:১৫-তে রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট সাটল ট্রেন এবং সকাল ৮:১০-তে রাজবাড়ী-পোড়াদহ সাটল ট্রেনও বন্ধ রয়েছে। এ ছাড়া মধুমতি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে, রাত ১২টার আগে খুলনা থেকে ছেড়ে আসা নকসী কাঁথা মেইল ট্রেন রাজবাড়ী হয়ে ঢাকায় পৌঁছেছে। এছাড়াও যাত্রীরা অভিযোগ করে বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ যদি আগে থেকেই মাইকিংসহ প্রচার চালাতো, তাহলে তারা এমন ভোগান্তিতে পড়তেন না।

একাধিক যাত্রী জানান, ট্রেনে যেতে যেখানে ১০ টাকা খরচ হতো, সেখানে এখন ওই গন্তব্যে পৌঁছাতে এখন অতিরিক্ত টাকা খরচ করতে হবে। কেউ কেউ বাসে যাওয়ার প্রস্তুতি নিয়েও বাড়ি থেকে বের হননি। এই পরিস্থিতিতে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ছিল কর্মবিরতির বিষয়টি আগে থেকে জানানো, যাতে তারা বিকল্প ব্যবস্থা নিতে পারতেন।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী জানান, রাত ১২টার পর থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। তবে যাত্রীরা, যারা আগেই টিকিট কেটেছেন, তারা রেলের পক্ষ থেকে টাকা ফেরত পাবেন।