ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালী‌তে কৃষক হত‌্যার ঘটনায় জ‌রি‌তদের বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥
  • আপডেট সময় : ১২:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / ১৫ বার পড়া হয়েছে

রাজবাড়ী কালুখালীতে কৃষক কদম আলী শেখ (৫৫) হত‌্যায় জ‌রি‌তদের গ্রেফতার ও ফাঁ‌সির দা‌বি‌তে মানববন্ধন ক‌রে‌ছে ‌নিহ‌তের স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপু‌র ১২টার দি‌কে হ‌রিণবা‌ড়িয়া বাজা‌রে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

মাবববন্ধ‌নে নিহত কদম আলী শে‌খের স্বজনরা অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, প‌রিক‌ল্পিত ভা‌বে কৃষক কদম আলী‌কে হত‌্যা করা হ‌য়েছে। ঘটনার দিন বিকা‌লে সে হ‌রিণবা‌ড়িয়া বাজা‌রে মুলা ও ধ‌নিয়াপাতা বিক্রি কর‌তে যায়। রাত হ‌য়ে গে‌লেও সে বাড়ী ফি‌রে না আসায় খুজ‌তে শুরু ক‌রেন প‌রিবা‌রের সদস‌্যরা। প‌রে রা‌ত সা‌ড়ে ১০টার দি‌কে ইউনিয়নের নারায়নদিয়া তালতলার ফস‌লি মা‌ঠে তার মর‌দেহ প‌রে থাক‌তে দে‌খে পু‌লিশ‌কে খবর দেয় স্থানীয়রা। প‌রে পুলিশ এসে লাশ উদ্ধার ক‌রে। সে সময় তার মাথা ফাটা‌নো, পা ভাঙ্গা, না‌কে রক্তসহ শরী‌রে আঘা‌তের চিহৃ থাক‌লেও পু‌লিশ মামলা না নি‌য়ে অপমৃত‌্যু মামলা দা‌য়ের ক‌রে‌ছে। কৃষক কদম আলীর হত‌্যার সা‌থে জ‌রিত‌দের দ্রুত গ্রেফতার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তি ফাঁ‌সির দা‌বি জানান বক্তারা। এ সময় নি‌হ‌তের প‌রিবা‌রে‌র সদস‌্য ও এলাকাবাসী উপ‌স্থিত ছি‌লেন।

কালুখালী থানার ও‌সি মোহাম্মদ জা‌হেদুর রহমান ব‌লেন, ময়না তদ‌ন্তের রিপোর্ট পে‌লে মৃত‌্যুর প্রকৃত কারণ জানাযা‌বে। যখন মর‌দেহ উদ্ধার ক‌রেন, তখন তার শরী‌রে কোন চিহৃ পান নাই বিধায় হত‌্যা মামলা নেন নাই। ‌রি‌পোর্ট অনুযায়ী ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।

উল্লেখ‌্য, গত ৯ ডি‌সেম্বর রা‌তে উপ‌জেলার কালিকাপুর ইউনিয়নের নারায়নদিয়া তালতলা এলাকায় মাঠের এক‌টি রসুন ক্ষেত থেকে কদম আলী শেখের মর‌দেহ উদ্ধার ক‌রে পুলিশ। এ ঘটনায় থানায় এক‌টি অপমৃত‌্যু মামলা দা‌য়ের হ‌য়ে‌ছে।

 

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

কালুখালী‌তে কৃষক হত‌্যার ঘটনায় জ‌রি‌তদের বিচা‌রের দা‌বি‌তে মানববন্ধন

আপডেট সময় : ১২:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ী কালুখালীতে কৃষক কদম আলী শেখ (৫৫) হত‌্যায় জ‌রি‌তদের গ্রেফতার ও ফাঁ‌সির দা‌বি‌তে মানববন্ধন ক‌রে‌ছে ‌নিহ‌তের স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপু‌র ১২টার দি‌কে হ‌রিণবা‌ড়িয়া বাজা‌রে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

মাবববন্ধ‌নে নিহত কদম আলী শে‌খের স্বজনরা অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, প‌রিক‌ল্পিত ভা‌বে কৃষক কদম আলী‌কে হত‌্যা করা হ‌য়েছে। ঘটনার দিন বিকা‌লে সে হ‌রিণবা‌ড়িয়া বাজা‌রে মুলা ও ধ‌নিয়াপাতা বিক্রি কর‌তে যায়। রাত হ‌য়ে গে‌লেও সে বাড়ী ফি‌রে না আসায় খুজ‌তে শুরু ক‌রেন প‌রিবা‌রের সদস‌্যরা। প‌রে রা‌ত সা‌ড়ে ১০টার দি‌কে ইউনিয়নের নারায়নদিয়া তালতলার ফস‌লি মা‌ঠে তার মর‌দেহ প‌রে থাক‌তে দে‌খে পু‌লিশ‌কে খবর দেয় স্থানীয়রা। প‌রে পুলিশ এসে লাশ উদ্ধার ক‌রে। সে সময় তার মাথা ফাটা‌নো, পা ভাঙ্গা, না‌কে রক্তসহ শরী‌রে আঘা‌তের চিহৃ থাক‌লেও পু‌লিশ মামলা না নি‌য়ে অপমৃত‌্যু মামলা দা‌য়ের ক‌রে‌ছে। কৃষক কদম আলীর হত‌্যার সা‌থে জ‌রিত‌দের দ্রুত গ্রেফতার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তি ফাঁ‌সির দা‌বি জানান বক্তারা। এ সময় নি‌হ‌তের প‌রিবা‌রে‌র সদস‌্য ও এলাকাবাসী উপ‌স্থিত ছি‌লেন।

কালুখালী থানার ও‌সি মোহাম্মদ জা‌হেদুর রহমান ব‌লেন, ময়না তদ‌ন্তের রিপোর্ট পে‌লে মৃত‌্যুর প্রকৃত কারণ জানাযা‌বে। যখন মর‌দেহ উদ্ধার ক‌রেন, তখন তার শরী‌রে কোন চিহৃ পান নাই বিধায় হত‌্যা মামলা নেন নাই। ‌রি‌পোর্ট অনুযায়ী ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।

উল্লেখ‌্য, গত ৯ ডি‌সেম্বর রা‌তে উপ‌জেলার কালিকাপুর ইউনিয়নের নারায়নদিয়া তালতলা এলাকায় মাঠের এক‌টি রসুন ক্ষেত থেকে কদম আলী শেখের মর‌দেহ উদ্ধার ক‌রে পুলিশ। এ ঘটনায় থানায় এক‌টি অপমৃত‌্যু মামলা দা‌য়ের হ‌য়ে‌ছে।