ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীতে গণপিটুনীতে হত্যার ঘটনায় ১০০জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার॥
  • আপডেট সময় : ০৪:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • / ৬৮ বার পড়া হয়েছে

রাজবাড়ীর কালুখালীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় গণপিটুনীতে নিহত নাজমুল মোল্যা হত্যার অভিযোগে ১০০জনের বিরুদ্ধে ও পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।
শনিবার রাতে কালুখালী থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
রাজবাড়ী জেলা পুলিশ সুপার প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পূর্ব গাড়াকোলা গ্রামের মৃত আহম্মদ মোল্যার ছেলে নাজমুল মোল্যা (৩৩) ও তার সঙ্গীয় ২ জন সহযোগি নিয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে ভোর ৪ টার মধ্যবর্তী যেকোন সময় কালুখালী থানার হরিণবাড়ীয়া গ্রামের রফিক মুন্সীর বাড়ীর ৩০০ ফিট সামনে পল্লী বিদ্যুতের ২টি ট্রান্সফরমার চুরি করে। চুরি করে পালানোর সময় নাজমুল মোল্যাকে ১টি বিদ্যুতের ট্রান্সফরমার সহ স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে। তাকে স্থানীয় লোকজন কালুখালী থানার মাধবপুর গ্রামের রাজধানী বাজারে মিন্টুর হোটেলের সামনে নিয়ে আসলে অজ্ঞাতনামা ৯০-১০০ জন উত্তেজিত জনতা নাজমুল মোল্যাকে এলোপাথারিভাবে আঘাত করে। গুরুত্বর আহত হয়ে পড়লে শনিবার সকাল ৯ টার সময় এলাকাবাসী গুরুত্বর আহত নাজমুল মোল্যাকে ভ্যানযোগে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফেলে যায়। সে নিজে হেটে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তার চিকিৎসার ব্যবস্থা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
চুরির ঘটনার বিষয়ে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে কালুখালী সাব জোনাল অফিসের সহকারী মহা ব্যবস্থাপক (পরিচালন ও রক্ষনাবেক্ষন) মোঃ ফিরোজ হোসেন বাদী হয়ে কালুখালী থানায় মামলা দায়ের করে। অপরদিকে নাজমুল মোল্যার মৃত্যুর ঘটনায় তার স্ত্রী আন্না বেগম (২৯) বাদী হয়ে অজ্ঞাতনামা ৯০-১০০ জনের বিরুদ্ধে কালুখালী থানায় মামলা দায়ের করেছেন।
রাজবাড়ী পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, নাজমুল মোল্যা হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্তপূর্বক গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। নিহত নাজমুল মোল্যার বিরুদ্ধে ফরিদপুর জেলার বিভিন্ন থানায় ১০টি এবং রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় ১টি সহ সর্বমোট ১১টি মামলা রয়েছে।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

কালুখালীতে গণপিটুনীতে হত্যার ঘটনায় ১০০জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৪:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

রাজবাড়ীর কালুখালীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় গণপিটুনীতে নিহত নাজমুল মোল্যা হত্যার অভিযোগে ১০০জনের বিরুদ্ধে ও পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।
শনিবার রাতে কালুখালী থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
রাজবাড়ী জেলা পুলিশ সুপার প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পূর্ব গাড়াকোলা গ্রামের মৃত আহম্মদ মোল্যার ছেলে নাজমুল মোল্যা (৩৩) ও তার সঙ্গীয় ২ জন সহযোগি নিয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে ভোর ৪ টার মধ্যবর্তী যেকোন সময় কালুখালী থানার হরিণবাড়ীয়া গ্রামের রফিক মুন্সীর বাড়ীর ৩০০ ফিট সামনে পল্লী বিদ্যুতের ২টি ট্রান্সফরমার চুরি করে। চুরি করে পালানোর সময় নাজমুল মোল্যাকে ১টি বিদ্যুতের ট্রান্সফরমার সহ স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে। তাকে স্থানীয় লোকজন কালুখালী থানার মাধবপুর গ্রামের রাজধানী বাজারে মিন্টুর হোটেলের সামনে নিয়ে আসলে অজ্ঞাতনামা ৯০-১০০ জন উত্তেজিত জনতা নাজমুল মোল্যাকে এলোপাথারিভাবে আঘাত করে। গুরুত্বর আহত হয়ে পড়লে শনিবার সকাল ৯ টার সময় এলাকাবাসী গুরুত্বর আহত নাজমুল মোল্যাকে ভ্যানযোগে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফেলে যায়। সে নিজে হেটে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তার চিকিৎসার ব্যবস্থা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
চুরির ঘটনার বিষয়ে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে কালুখালী সাব জোনাল অফিসের সহকারী মহা ব্যবস্থাপক (পরিচালন ও রক্ষনাবেক্ষন) মোঃ ফিরোজ হোসেন বাদী হয়ে কালুখালী থানায় মামলা দায়ের করে। অপরদিকে নাজমুল মোল্যার মৃত্যুর ঘটনায় তার স্ত্রী আন্না বেগম (২৯) বাদী হয়ে অজ্ঞাতনামা ৯০-১০০ জনের বিরুদ্ধে কালুখালী থানায় মামলা দায়ের করেছেন।
রাজবাড়ী পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, নাজমুল মোল্যা হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্তপূর্বক গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। নিহত নাজমুল মোল্যার বিরুদ্ধে ফরিদপুর জেলার বিভিন্ন থানায় ১০টি এবং রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় ১টি সহ সর্বমোট ১১টি মামলা রয়েছে।