রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সাফিন (১৭) নামে এক তরুন আত্মহত্যা করেছে। সে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের মিলন হোসেনের ছেলে।
রবিবার দুপুর ২টার দিকে রাজবাড়ী-পোড়াদাহ রেল সড়কের কালুখালী উপজেলার কালিকাপুর রেল ব্রীজের নিকট এ ঘটনা ঘটে।
সাফিনের মামা আমিরুল ইসলাম বলেন, সাফিন এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়। বেশ কিছুদিন ধরে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বাবা, মা সহ পরিবারের নিকট আবদার করে আসছিল। মোটরসাইকেল কিনে না দেওয়ায় ক্ষোভে কালিকাপুর রেল ব্রীজ এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করেছে। খবর পেয়ে এসে তাকে সনাক্ত করি।
রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া পোড়াদাহগামী সার্টল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক তরুনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
12:55 pm, Friday, 18 April 2025
News Title :
কালুখালীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুনের আত্মহত্যা
-
মাসুদ রেজা শিশির॥
- Update Time : 12:39:06 pm, Sunday, 26 January 2025
- 232 Time View
Tag :
Popular Post