2:43 am, Friday, 18 April 2025

রাজবাড়ীতে সেনাবাহিনীর অনুশীলন প্রত্যক্ষ করতে সরকার প্রধান

রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ২০২৪/২৫ সালের ম্যানুভার অনুশীলন শনিবার (০৫ জানুয়ারি) সফলভাবে সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে অনুষ্ঠিত এ মহড়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুশীলন প্রত্যক্ষ করেন।

এই অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপ অত্যাধুনিক অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে বাস্তব যুদ্ধের পরিবেশ তৈরি করে আক্রমণ পরিচালনা করে। এতে বিভিন্ন প্রকার ট্যাংক, এপিসি, গোলন্দাজ কামান, পদাতিক বাহিনী, ইঞ্জিনিয়ার্স এবং কমান্ডো বাহিনীর অংশগ্রহণ ছিল। এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো দল এ মহড়ায় অংশগ্রহণ করে।
অনুশীলন শেষে প্রধান উপদেষ্টা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার এবং আস্থা।” তিনি সেনাসদস্যদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক ও বাস্তবসম্মত প্রশিক্ষণই দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতির মূল চাবিকাঠি। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সেনাবাহিনীর প্রশিক্ষণের মান ধরে রাখার আহ্বান জানান।
অনুশীলন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ মহড়া দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং সেনাসদস্যদের কার্যকর প্রশিক্ষণের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

রাজবাড়ীতে সেনাবাহিনীর অনুশীলন প্রত্যক্ষ করতে সরকার প্রধান

Update Time : 12:41:35 pm, Sunday, 5 January 2025

রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ২০২৪/২৫ সালের ম্যানুভার অনুশীলন শনিবার (০৫ জানুয়ারি) সফলভাবে সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে অনুষ্ঠিত এ মহড়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুশীলন প্রত্যক্ষ করেন।

এই অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপ অত্যাধুনিক অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে বাস্তব যুদ্ধের পরিবেশ তৈরি করে আক্রমণ পরিচালনা করে। এতে বিভিন্ন প্রকার ট্যাংক, এপিসি, গোলন্দাজ কামান, পদাতিক বাহিনী, ইঞ্জিনিয়ার্স এবং কমান্ডো বাহিনীর অংশগ্রহণ ছিল। এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো দল এ মহড়ায় অংশগ্রহণ করে।
অনুশীলন শেষে প্রধান উপদেষ্টা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার এবং আস্থা।” তিনি সেনাসদস্যদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক ও বাস্তবসম্মত প্রশিক্ষণই দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতির মূল চাবিকাঠি। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সেনাবাহিনীর প্রশিক্ষণের মান ধরে রাখার আহ্বান জানান।
অনুশীলন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ মহড়া দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং সেনাসদস্যদের কার্যকর প্রশিক্ষণের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।