গরীবের কম্বল পড়েছিল গুদামে
- আপডেট সময় : ১০:২০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / ৯৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার গুদামে পড়েছিল গরীব শীতার্তদের জন্য বরাদ্দকৃত শতাধিক কম্বল। বিগত বছরের শীতে হতদরিদ্রদের মাঝে বিতরণের কথা থাকলেও ক্ষমতাচ্যুত মেয়র নজরুল ইসলম মন্ডল কম্বল গুলো বিতরণ সম্পন্ন করেননি। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার গোয়ালন্দ পৌরসভায় গিয়ে দেখা যায়, পৌরসভার কর্মচারীরা ও নানান কাজে আগত ব্যাক্তিরা গরীবের কম্বল বিতরণ না করা নিয়ে আলোচনা-সমালোচনা করছেন। বিষয়টির খোঁজ নিতে গোয়ালন্দ পৌরসভার প্রধান সহকারী মো. ফজলুল হকের কক্ষে গেলে দেখা যায় বেশ কিছু কম্বল স্তুপ করে রেখে দিয়েছেন। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে প্রধান সহকারী মো. ফজলুল হক জানান, সদ্য ক্ষমতাচ্যুত মেয়র একজন কাউন্সিলরকে এ কম্বল বিতরণের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু তিনি কম্বলগুলো বিতরণ করেননি। তাই গত বছরের এই কম্বলগুলো গুদামেই পড়ে ছিল। বর্তমান প্রশাসক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বিষয়টি জেনে কম্বলগুলো বের করার কথা বলেছেন। তাই এগুলো বের করেছি।
এসময় আব্দুস সালাম নামের এক ব্যাক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যাদের এ কম্বলগুলো বিতরণ করার কথা ছিল, তারাতো জানে না, একটি কম্বল একজন হতদরিদ্র শীতার্তের কাছে কতটা প্রয়োজনীয়। একটু উষ্ণতার জন্য খেটে খাওয়া দরিদ্র একজন মানুষকে কত কষ্ট করতে হয়। এই সামান্য জনসেবাটুকু করতেও তাদের এত উদাসিনতা ছিল, ভাবতেই অবাক লাগে।’
এ প্রসঙ্গে গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র জানান, আমি প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহন করার পর বিষয়টি জানতে পেরে কম্বলগুলো বিতরণের উদ্যোগ নিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই পৌর এলাকার দরিদ্রদের মাঝে কম্বলগুলো বিতরণ করা হবে। তবে বিষয়টি আইনগত ভাবে কোন ত্রুটি নয় বলে তিনি দাবি করেন।