11:04 pm, Saturday, 19 April 2025

গোয়ালন্দে কমিউনিটি পুলিশিং ও আইন-শৃঙ্খলা বিষয়ক নাগরিক সভা অনুষ্ঠিত

গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৫নং বিটের কমিউনিটি পুলিশিং ও আইন-শৃঙ্খলা বিষয়ক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উজানচর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গোয়ালন্দ ঘাট থানার উদ্যোগে স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, তদন্ত ওসি উত্তম কুমার ঘোষ, ডিউটি অফিসার, বিট অফিসার, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম শেখ (ছলিম মেম্বার), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আইন-শৃঙ্খলা রক্ষা সম্ভব। কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্থানীয় বাসিন্দারা তাঁদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। জরুরি যোগাযোগের জন্য সবাইকে গোয়ালন্দ ঘাট থানা সহ সংশ্লিষ্টদের নম্বর দেওয়া হয়। অফিসার ইনচার্জ (ওসি): ০১৩২০-১০১৪৪৭, ডিউটি অফিসার: ০১৩২০-১০১৪৫২, বিট অফিসার: ০১৩২০-১০১৪৭২। উল্লেখ্য, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের সহযোগিতায় পুলিশের কার্যক্রম আরও জনবান্ধব ও কার্যকর হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

গোয়ালন্দে কমিউনিটি পুলিশিং ও আইন-শৃঙ্খলা বিষয়ক নাগরিক সভা অনুষ্ঠিত

Update Time : 06:34:42 pm, Tuesday, 18 February 2025

গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৫নং বিটের কমিউনিটি পুলিশিং ও আইন-শৃঙ্খলা বিষয়ক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উজানচর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গোয়ালন্দ ঘাট থানার উদ্যোগে স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, তদন্ত ওসি উত্তম কুমার ঘোষ, ডিউটি অফিসার, বিট অফিসার, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম শেখ (ছলিম মেম্বার), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আইন-শৃঙ্খলা রক্ষা সম্ভব। কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্থানীয় বাসিন্দারা তাঁদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। জরুরি যোগাযোগের জন্য সবাইকে গোয়ালন্দ ঘাট থানা সহ সংশ্লিষ্টদের নম্বর দেওয়া হয়। অফিসার ইনচার্জ (ওসি): ০১৩২০-১০১৪৪৭, ডিউটি অফিসার: ০১৩২০-১০১৪৫২, বিট অফিসার: ০১৩২০-১০১৪৭২। উল্লেখ্য, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের সহযোগিতায় পুলিশের কার্যক্রম আরও জনবান্ধব ও কার্যকর হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।