ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥
  • আপডেট সময় : ১২:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩০০ বার পড়া হয়েছে

গোয়ালন্দে ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মেহেরপুর জেলার গাংনি থানার সাহারবাটি গ্রামের মৃত সামসু উদ্দিনের ছেলে মোঃ সামাদুল ইসলাম ও একই এলাকার আব্দুল কদ্দুসের মেয়ে কনিকা সুলতানা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পুলিশের চেকপোস্টে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের ওই চেকপোস্টে ঢাকাগামী একটি বাস তল্লাশি করা হয়। সন্দেহভাজন দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা মাদক কারবারের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে, তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের আটক করে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ফেনসিডিলসহ আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

গোয়ালন্দে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১২:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

গোয়ালন্দে ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মেহেরপুর জেলার গাংনি থানার সাহারবাটি গ্রামের মৃত সামসু উদ্দিনের ছেলে মোঃ সামাদুল ইসলাম ও একই এলাকার আব্দুল কদ্দুসের মেয়ে কনিকা সুলতানা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পুলিশের চেকপোস্টে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের ওই চেকপোস্টে ঢাকাগামী একটি বাস তল্লাশি করা হয়। সন্দেহভাজন দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা মাদক কারবারের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে, তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের আটক করে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ফেনসিডিলসহ আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।