গোয়ালন্দে চরমপন্থী নেতা সূশীল হত্যাকান্ডে ২জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:৪৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৬৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাটাখালী এলাকার চাঞ্চল্যকর চরমপন্থী নেতা সুশীল হত্যাকান্ডের ঘটনায় ২জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
থানা পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বিএনপি’র বটতলা এলাকা থেকে সন্দেহভাজন আসামী মো. আশিকুল শেখ ওরফে ভাষাণ শেখ (২৮) কে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার উত্তর চর পাঁচুরিয়া গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর বরাট বাজার এলাকা থেকে জনি মোল্লা (৩৪) নামের আরেক জনকে গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাঁচরন্দ গ্রামের কালাম মোল্লার ছেলে। তাদেরকে ৭ দিনের রিমান্ড আবেদন করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার টার দিকে স্থানীয় কাটাখালী বাজারে চরমপন্থী সর্বহারা পার্টির নেতা সুশীল কুমার সরকার (৫৮) কে এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে বীরদর্পে চলে যায় অজ্ঞত সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মৃত মনি সরকারের ছেলে। নিহত সুশীল রায়ের বিরুদ্ধে তিনটি অস্ত্র ও দুটি হত্যা মামলা রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহম্মদ রাকিবুল ইসলাম জানান, ঘটনার পরদিন গত ২৩ সেপ্টেম্বর তারিখে অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়। এরপর থেকে হত্যার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নামে। এরই ধারাবাহিকতায় সন্দেহভাজন হিসেবে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যাকান্ডে জরিত অন্যান্যদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।