`আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) আসরের নামাজের পর দৌলতদিয়া বাস-ট্রাক টার্মিনালে এ মাহফিলের আয়োজন করা হয়। দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও রাজবাড়ী জেলা আমীর এডভোকেট মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর মো. আলীমুজ্জান, জেলা সেক্রেটারি হেলালউদ্দীন, গোয়ালন্দ থানা জামায়াতের আমীর ও রাজবাড়ী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা এডভোকেট মো. মাহবুবুর রহমান (রনজু বিশ্বাস)। এছাড়া উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি এডভোকেট মো. মোশারফ হোসেন, গোয়ালন্দ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবু হানিফ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।