রাজবাড়ীর গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে ৩ যুবককে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার সুর্য্যনগর এলাকার মো. মুসলেম সরদারের ছেলে মো. আকাশ সরদার (১৯), বড়চর বেনী নগরের ইউনুচ সরদারের ছেলে মো. মিনহাজুল সরদার (২০) ও চর নাড়ায়নপুরের মো. আজাহার আলীর ছেলে মো. আতাহার (২৬)। গত সোমবার (১৭ মার্চ) দিনগত মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পুড়াভিটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচগিয়ার চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গোয়ালন্দ ঘাট থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করে তাদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।