গোয়ালন্দে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ৭৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী মোঃ নাহিদুর রহমান। কর্মশালায় বক্তব্য রাখেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ কাদের শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস, প্রকৌশলী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুন্নাহার সিদ্দীকা জলি, সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হীরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা নির্মল কুমার চক্রবর্তী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহরিয়ার সজিব প্রমূখ।
কর্মশালায় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা এ পৃথিবী বদলে দিবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয় কর্মশালা থেকে। এ কর্মশালায় পর বিতর্ক প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জন করে গোয়ালন্দ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয়স্থান অর্জন করে দৌলতদিয়া মডেল হাইস্কুল। কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধির,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন।