০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে তুচ্ছ ঘটনায় বাড়ি ভাঙচুর ও লুটপাট, নারী-শিশুসহ আহত ৫

জহুরুল ইসমাল হালিম॥
  • আপডেট সময় : ০১:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪৪৩ বার পড়া হয়েছে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ীর গোয়ালন্দে এক বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

এ ব্যপারে গোয়ালন্দ ঘাট থানায় পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আজিম সহ ৭ জনের নামে মামলা দায়ের করেছেন মো. কুদরত মন্ডল নামে এক ব্যবসায়ী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল কৃষ্ণতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. কুদরত মন্ডল হাউলি কেউটিল কৃষ্ণতলা পৌর ১নং ওয়ার্ডের মৃত তোমেজ আলী মন্ডলের ছেলে ও গোয়ালন্দ পৌর জামতলা বাজারে মাংশ ব্যবসায়ী। অভিযুক্তরা হলেন, চর বালিয়াকান্দি এলাকার মো. আজিজুল (৫৫), নাবির (২৫), ফয়সাল (২৫), উরশু (২০), সুমন (২০), মওলা (৩৬) ও মো. আজিম (৩০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, কুদরত মন্ডলের গোয়ালন্দ পৌর জামতলা বাজারে একটি মাংসের দোকান রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শাহিন নামে এক যুবক তার দোকানের সামনে অটোরিকশা রেখে গেলে অভিযুক্ত আজিজুল তাকে থাপ্পড় মারে। কুদরত মন্ডল এর প্রতিবাদ করলে আজিজুল তাকে হুমকি দিয়ে চলে যায়।

এর জের ধরে সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে কুদরত মন্ডলের বাড়িতে হামলা চালায়। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কুদরতের স্ত্রী ও দুই মেয়ে এতে আপত্তি জানালে হামলাকারীরা ঘরে ঢুকে তাদের মারধর করে। এক পর্যায়ে আজিজুল কাঠের লাঠি দিয়ে কুদরতের বড় মেয়েকে আঘাত করতে গেলে তার কোলে থাকা দেড় বছরের শিশুর গায়ে লাগে, এতে শিশুটি রক্তাক্ত জখম হয়।

এ সময় কুদরতের বড় মেয়ের গলা থেকে ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও স্ত্রীর গলা থেকে দেড় ভরির চেইন ছিনিয়ে নেয় তারা বলে অভিযোগ করে ভুক্তোভোগী পরিবার। এছাড়া, ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

সংবাদ পেয়ে কুদরত মন্ডল বাড়িতে গিয়ে আহত নাতনিকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি এবং অভিযোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

গোয়ালন্দে তুচ্ছ ঘটনায় বাড়ি ভাঙচুর ও লুটপাট, নারী-শিশুসহ আহত ৫

আপডেট সময় : ০১:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ীর গোয়ালন্দে এক বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

এ ব্যপারে গোয়ালন্দ ঘাট থানায় পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আজিম সহ ৭ জনের নামে মামলা দায়ের করেছেন মো. কুদরত মন্ডল নামে এক ব্যবসায়ী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল কৃষ্ণতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. কুদরত মন্ডল হাউলি কেউটিল কৃষ্ণতলা পৌর ১নং ওয়ার্ডের মৃত তোমেজ আলী মন্ডলের ছেলে ও গোয়ালন্দ পৌর জামতলা বাজারে মাংশ ব্যবসায়ী। অভিযুক্তরা হলেন, চর বালিয়াকান্দি এলাকার মো. আজিজুল (৫৫), নাবির (২৫), ফয়সাল (২৫), উরশু (২০), সুমন (২০), মওলা (৩৬) ও মো. আজিম (৩০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, কুদরত মন্ডলের গোয়ালন্দ পৌর জামতলা বাজারে একটি মাংসের দোকান রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শাহিন নামে এক যুবক তার দোকানের সামনে অটোরিকশা রেখে গেলে অভিযুক্ত আজিজুল তাকে থাপ্পড় মারে। কুদরত মন্ডল এর প্রতিবাদ করলে আজিজুল তাকে হুমকি দিয়ে চলে যায়।

এর জের ধরে সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে কুদরত মন্ডলের বাড়িতে হামলা চালায়। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কুদরতের স্ত্রী ও দুই মেয়ে এতে আপত্তি জানালে হামলাকারীরা ঘরে ঢুকে তাদের মারধর করে। এক পর্যায়ে আজিজুল কাঠের লাঠি দিয়ে কুদরতের বড় মেয়েকে আঘাত করতে গেলে তার কোলে থাকা দেড় বছরের শিশুর গায়ে লাগে, এতে শিশুটি রক্তাক্ত জখম হয়।

এ সময় কুদরতের বড় মেয়ের গলা থেকে ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও স্ত্রীর গলা থেকে দেড় ভরির চেইন ছিনিয়ে নেয় তারা বলে অভিযোগ করে ভুক্তোভোগী পরিবার। এছাড়া, ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

সংবাদ পেয়ে কুদরত মন্ডল বাড়িতে গিয়ে আহত নাতনিকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি এবং অভিযোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।