গোয়ালন্দে পবিত্র রমজান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:৪৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬২ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, বাজার নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় গোয়ালন্দ মাছ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ী, সুধীজন ও রাজনৈতিকবৃন্দরা অংশগ্রহণ করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার প্রকৌশলী ফেরদৌস আলম খান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি ছিদ্দিক মিয়া, সহ-সভাপতি জিয়াউল হক বাবলু, সাধারণ সম্পাদক খোকন শেখ, গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্য সচিব শহিদুল ইসলাম সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গোয়ালন্দ পৌরসভার বাজার পরিদর্শক ইউনুস হোসেন বিপ্লব। সভায় বক্তারা বলেন, রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পবিত্র মাহে রমজানে জনসাধারণের সুবিধার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। সভায় উপস্থিত ব্যবসায়ীরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আয়োজকরা জানান, রমজান মাসে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রয় ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।