গোয়ালন্দে পৌর কমিউনিটি পর্যায়ে সচেতনতা ও উদ্ধুদ্ধকরণ সভা
- আপডেট সময় : ০১:১৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৭২ বার পড়া হয়েছে
সারা বাংলাদেশে ৩০টি পৌরসভার কমিউনিটি পর্যায়ে সচেতনতা ও উদ্ধুদ্ধকরণ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে সচেতনতা ও উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সভা কক্ষে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প কমিউনিটি মোবিলাইজেশন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌর সভার ৩ টি ওয়ার্ডের শতাধিক সুবিধাভোগী নারী পুরুষদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গোয়ালন্দ উপজেলা সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, পৌর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কার্তিক ঘোষ, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুজন মোল্লা, সংরক্ষিত ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছা. সাহিদা আক্তার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আইয়ুব আলী খাঁন, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আবু সাঈদ মন্ডল প্রমূখ।
এ-সময় ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের শতাধিক সুবিধাভোগীকে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থাপনার উপর সচেতনতা মূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন জনস্বাস্থ্য অধিদপ্তরের (প্রজেক্ট) কমিউনিটি মুভিলাইজার ফেরদৌস আলম রিপন।