গোয়ালন্দে প্রাথমিক শিক্ষকদের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান
- আপডেট সময় : ১২:১৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / ৩৬ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষকদের নবীন বরণ ও বিদায়ী শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর মো. নজরুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল ইসলাম এবং মো. আসাদুজ্জামান খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি মো. বাবর আলী, বাংলাদেশ প্রধান শিক্ষক কল্যান সমিতির গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি সুশীল কুমার রায়, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি শেখ মোহাম্মদ নাজিমুদ্দিন রাসেল, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন মন্ডল। আরও বক্তব্য রাখেন, চর বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্বস আলী মোল্লা, তেনা পঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুন্জুআরা, যদু মাতবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন, চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান সিরাজ। নবীন শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শরিফুল ইসলাম। এ সময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষকদের ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং ২৮ জন বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের অবদানকে স্মরণ করা হয়। এবং অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকদের ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।