সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার॥
- আপডেট সময় : ০৪:৩৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- / ১০৮ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে শুক্রবার ফেন্সিডিলসহ তরিকুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়ি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা–খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় শুক্রবার ভোর ৩টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী মাস্টার ট্রাভেলস পরিবহনে তল্লাশি চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই পরিবহনের যাত্রী তরিকুল ইসলামকে মাদক পরিবহনের দায়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে প্রেরন করা হয়েছে।
ট্যাগস : Rajbaribd.com