রাজবাড়ীর গোয়ালন্দে ১০ বোতল ফেনসিডিলসহ মাহাবুবুল আলম নাছির (৩৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর তরা (তরা বাজারের পূর্ব পার্শ্বে) এলাকার আলাল উদ্দিনের ছেলে।
গত শুক্রবার (৭ মার্চ) দিনগত মধ্যরাতে ঢাকা–খুলনা মহাসড়কে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তাকৃত ব্যাক্তির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।