গোয়ালন্দে বিএনপি’র (খৈয়ম গ্রুপ) সমাবেশ স্থগিত
- আপডেট সময় : ০৬:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ১০৯ বার পড়া হয়েছে
আভ্যন্তরীন কোন্দল ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কালুখালীতে আগমন উপলক্ষে গোয়ালন্দ বিএনপি’র (খৈয়ম গ্রুপ) নির্ধারিত ৫ জানুয়ারীর সমাবেশ স্থগিত করা হয়েছে। স্থানীয় ফকির শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়েছিল।
শুক্রবার (০৩ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৮ টার দিকে গোয়ালন্দ রেলস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। এসময় তিনি জানান, পূর্ব ঘোষিত আমাদের সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু আরেকটি পক্ষ চরম অসহযোগিতা করে একটি সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করেছিল। তাই শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং আগামী ৫ জানুয়ারি রাজবাড়ীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রাজবাড়ীতে আগমন উপলক্ষে আপাতত এ সমাবেশ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সাথে আলোচনা করে সমাবেশের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রোস্তম আলী মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আবুল হোসেন, গোয়ালন্দ পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাহাবুল মাহবুব আলম শাহিন, সাবেক সিনিয়র সহ সভাপতি জাজিউর রহমান রাসেল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সফি, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম মিলন, হানিফ সেখ, কাউছার খান, সাংগাঠনিক সম্পাদক আহমেদ আলী শিপন, আজাদ শেখ, পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক মুক্তোর মাহমুদ, জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার আদনান নূর ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি ছরোয়ার হোসেন সরো মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, সাংগঠনিক সম্পাদক মুন্নাফ হোসেন ফেলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াহিয়া খান, উপজেলা তরুনদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, পোর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদ জসিম বেপারী, উপজেলা তরুন প্রজম্নদল সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিরুল ইসলাম নাজির প্রমূখ।