রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী খাঁনের বাড়িতে ভাংচুর অভিযোগ উঠেছে গোয়ালন্দ পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আজিম ইসলামের বিরুদ্ধে।
এ বিষয় গোয়ালন্দ ঘাট থানা মামলা রুজু হয়েছে। গতকাল (২০ ডিসেম্বর) শুক্রবার আনুমানিক রাত ১০ ঘটিকায় এ ঘটনা ঘটে। দৌলতদিয়া ইউনিয়ন বি এন পির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী খাঁনের স্ত্রী মোছাঃ হোসনারা বেগম জানান, গোয়ালন্দ পৌ ছাত্রদল নেতা সহ ১০-১২ জন আমাকে গেট খুলতে বলে। আমি গেট খুলতে অস্বীকার করলেও তারা বিভিন্ন অজুহাতে জরুরি কথা আছে বলে। কিছুক্ষন পর দরজার বার বার আঘাত করার পর দরজা খুলে দিলে। কয়েয়জন এসে আমাকে মারতে থাকে ও কয়েক জন দেশি-বিদেশী অস্ত্র দিয়ে ভাংচুর করতে থাকে ও আমার স্বামী নাম ধরে গালাগালি করতে থাকে। আমার স্বামী কে মেরে ফেলবে বলে সবাই চলে যায়।
গোয়ালন্দ উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইয়াহিয়া খান বলেন, পৌর ছাত্রদলের সভাপতি আমার বড় ভাই কে হত্যা উদ্দেশ্যে এসেছিল। আমার বড় ভাই কে বাড়িতে না পেয়ে পরিবারের অন্য অন্য সদস্য কে মারপিট করে ও বাড়িঘর ভাংচুর করেছে। বাড়িতে থাকা নগদ একলক্ষ টাকা ও তিন ভরি স্বর্ন লুটপাট করেছে। এতদিন আমি আমার বড় ভাই বিএনপি করে অনেক হামলা মামলার শিকার হয়েছি। এখন নিজ দলের লোক আমাদের হত্যা করার জন্য পরিকল্পনা করছে। আমি দ্রুত এই দের গ্রেফতার দবি করছি। গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
প্রতিবেশী মোজিনা বেগম বলেন, রাতে কান্নাকাটি চিৎকার ও ভাংচুরের শব্দ শুনে ঘুম ভেঙে যায়। গেট খুলতেই দেখি দেশি-বিদেশি অস্ত্রসহ কয়েকজন দৌড়ে পালিয়ে যাচ্ছে।
অভিযুক্ত গোয়ালন্দ পোর ছাত্রদল সভাপতি মোঃ আজিম ইসলাম বলেন, গতকাল রাতে সন্ধার পর আইয়ুব আলী খাঁনের সাথে কথা হয়েছে। কথা শেষ আমি একটা ওয়াজ মাহফিলে চলে গেছি। পরে শুনলাম তার বাড়ি হামলা হয়েছে। কে কারা করছে এই বিষয়টি আমি জানি না।
এই বিষয় গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে।