2:17 am, Friday, 18 April 2025

গোয়ালন্দে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে দৌলতদিয়া এলাকায় অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রহমান মন্ডল সর্বশেষ অনুষ্ঠিত দৌলতদিয়া ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকে পরাজিত করে চেয়াম্যান নির্বাচিত হন। নভেম্বর মাসে মেয়াদ শেষ হওয়ায় তারা ক্ষমতা হারান।

গত ১০ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষসহ ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোয়ালন্দে আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে আন্দোলনকারীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা বেআইনি জনতাবদ্ধে অস্ত্রসহ আন্দোলনকারীদের ঘিরে ফেলে। তাদের ওপর বোমা, আগ্নেয়াস্ত্র, রামদা, লাঠি ও অন্যান্য মারাত্মক অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। আব্দুর রহমান মন্ডল ওই মামলার ২৬ নম্বর আসামি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

গোয়ালন্দে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Update Time : 07:23:09 pm, Monday, 23 December 2024

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে দৌলতদিয়া এলাকায় অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রহমান মন্ডল সর্বশেষ অনুষ্ঠিত দৌলতদিয়া ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকে পরাজিত করে চেয়াম্যান নির্বাচিত হন। নভেম্বর মাসে মেয়াদ শেষ হওয়ায় তারা ক্ষমতা হারান।

গত ১০ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষসহ ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোয়ালন্দে আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে আন্দোলনকারীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা বেআইনি জনতাবদ্ধে অস্ত্রসহ আন্দোলনকারীদের ঘিরে ফেলে। তাদের ওপর বোমা, আগ্নেয়াস্ত্র, রামদা, লাঠি ও অন্যান্য মারাত্মক অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। আব্দুর রহমান মন্ডল ওই মামলার ২৬ নম্বর আসামি।