গোয়ালন্দে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু
- আপডেট সময় : ১১:৪২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ১০১ বার পড়া হয়েছে
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ১০টা দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেপরোয়া গতির ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত ওই যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
আহলাদিপুর হাইওয়ে থানার এস আই মো. জুয়েল শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, এখনও নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। সেই সাথে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি দৌলতদিয়া ঘাট টার্মিনালে রেখে চালক ও সহকারী পালিয়ে গেছে।