গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে বুধবার ৩৫ পুরিয়া হেরোইনসহ আরিফুল শেখ (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার নালি বাজার এলাকার আলাউদ্দিন শেখের ছেলে।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ ডিসেম্বর) রাত ০৩:৫০ ঘটিকার সময় গোয়ালন্দঘাট থানাধীন ৩নং ফেরী ঘাট (জিরো পয়েন্ট) রফিক কাজীর বাড়ির পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তার উপর হতে আরিফুল শেখ এর দখল হতে পলিথিনে মোড়ানো ৩৫ (পয়ত্রিশ) পুরিয়া হেরোইন, যাহার ওজন ৩.৫ (তিন দশমিক পাঁচ) গ্রামসহ গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানার মামলা নং-১১ তারিখ ১১/১২/২০২৪ খ্রিঃ, ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ৮(ক) রুজু হয়েছে।