গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করলেন ডা. সৈয়দা তাসনভা
- আপডেট সময় : ০৩:১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / ১১৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডা. সৈয়দা তাসনভা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস কক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও সাদর অভ্যর্থনা জানানো হয়। এ-সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফ ইসলাম, মেডিকেল অফিসার ডা. প্রদীপ কান্তি পাল সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. সৈয়দা তাসনভা এর আগে মানিকগঞ্জের সিংগাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। সেখানে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সবার প্রশংসা কুড়িয়েছেন।
নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “গোয়ালন্দের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সবার সহযোগিতা পেলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।”