রাজবাড়ীর গোয়ালন্দ হাসপাতাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার করাসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, খুলনা জেলার তেরখাদা থানার চর জয়সুরা গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে মোঃ আলামিন শেখ (২৬), রুপসা থানার মোচ্ছাবারপুর গ্রামের মোঃ ইমরান শেখের ছেলে মোঃ শরিফুল ইসলাম সৌরভ (২০)।
সোমবার দিবাগত রাত ৩টার সময় গোপালগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ জাকির হোসেনের ব্যবহৃত এ্যাপাসী আরটিআর ১৬০ সিসি মোটর সাইকেল (রাজবাড়ী ল-১১-৩৩৮৩) হাসপাতালের প্যাথলজি বিভাগের পাশে বারান্দায় রাখা ছিল। গত ১৪ অক্টোবর সকাল ৯ থেকে বেলা পৌনে ২টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় জাকির হোসেন থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। মামলা তদন্তের এক পর্যায়ে চুরির ঘটনায় মোঃ আলামিন শেখ ও মোঃ শরিফুল ইসলাম সৌরভকে সনাক্ত করা হয়। পরে গোয়ালন্দ ঘাট থানার একটি চৌকস টিম সোমবার (২৯ অক্টোবর) রাত ৩টার সময় অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্যমতে গোপালগঞ্জ সদর থানার পুলিশ লাইন্স সংলগ্ন দোলা বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। ধৃত আসামীদের মঙ্গলবার রাজবাড়ী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
1:24 am, Monday, 21 April 2025
News Title :
গোয়ালন্দ থেকে চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার ॥ ২ চোর গ্রেপ্তার
-
স্টাফ রিপোর্টার ॥
- Update Time : 12:57:13 pm, Tuesday, 29 October 2024
- 144 Time View
Tag :
Popular Post