ঘন কুয়াশার কারনে আজও (বৃহস্পতিবার) দেশের গুরুত্বপুর্ন দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোর ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত টানা ৭ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে গত বুধবারও প্রায় সারে ৮ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিটি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সাথে সাথে নৌরুটে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতেকরে রাত তিনটার সময় পুরো নৌরুট কুয়াশার ছাদরে ঢাকা পরে নৌপথের মার্কিনবাতি অস্পৃষ্ট হয়ে যায়। এ পরিস্থিতিতে ঝুকিপুর্ন হয়ে পরে নৌযান চলাচল। যে কারনে ফেরি চলাচল বন্ধ ঘোষনা করে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ। পরে সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে ফের ফেরি চলাচল শুরু হয়। এসময় উভয় পারে নদী পারের অপেক্ষায় আটকা পরে বেশ কিছু যানবাহন। তীব্র শীতের মধ্যে আটকে পরা যানবাহনের যাত্রীরা চরম দূর্ভোগ পোহান।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যাবস্থাপক (বানিজ্য) মোঃ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশা ফেরি সার্ভিস বন্ধ থাকা একটি প্রাকৃতিক কারণ। তবে পারের অপেক্ষোয় আটকে পড়া যানবাহনগুলো দ্রুত পরাপার করা হবে। এই নৌরুটে বর্তমানে ১২ টি ফেরি চলাচল করছে।
4:22 am, Monday, 21 April 2025
News Title :
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৭ ঘন্টা ফেরি চলাচল বন্ধ
-
স্টাফ রিপোর্টার ॥
- Update Time : 12:14:39 pm, Thursday, 12 December 2024
- 88 Time View
Tag :
Popular Post