দৌলতদিয়ায় স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / ৭৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বেসরকারি সংস্থা মুক্তি মহিলা সমিতির আয়োজনে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় পিভিসি ইপি প্রকল্পের আওতায় স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে মুক্তি মহিলা সমিতির কনফারেন্স রুমে সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি ম্যানেজার সাইফুল ইসলাম খান সেলিম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি, দৌলতদিয়া উপস্বাস্থ্য কেন্দ্র প্রতিনিধি, কমিউনিটি ক্লিনিক প্রতিনিধি প্রমূখ। সভায় দৌলতদিয়া যৌনপল্লিতে বসবাসরত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা বিষয়ে সকল স্বাস্থ্য সেবা প্রদানকারীদের পুষ্টি ঘাটতিতে পতিতদের সহায়তাসহ পরামর্শ প্রদানের আহ্বান জানানো হয়। এ ছাড়াও যে সকল বাধা সমূহ রয়েছে তা অতিক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।