রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় তৈরি মদ সহ মরিয়ম বেগম (৪২) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সে বাগেরহাট জেলার মংলা থানার কুমারখালী গ্রামের মোজাম্মেল শেখের মেয়ে ও দৌলতদিয়া যৌনপল্লীর বাবু বেপারীর বাড়ির ভাড়াটিয়া আক্তার হোসেন ওরফে আক্তার ডাক্তারের স্ত্রী।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৮ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই সনজিব জোয়াদ্দারের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বাবু বেপারীর বাড়ির ভাড়াটিয়া আক্তার হোসেন ওরফে আক্তার ডাক্তারের বাসার অভিযান পরিচালনা করেন। বাসার ভিতরের পশ্চিম পাশের কক্ষ থেকে দেশীয় তৈরি চোলাই মদ বিক্রয় কালে ৫০ লিটার মদসহ মরিয়ম বেগমকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
7:11 pm, Friday, 2 May 2025
News Title :
দৌলতদিয়া থেকে দেশীয় মদসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার
-
স্টাফ রিপোর্টার ॥
- Update Time : 02:06:59 pm, Tuesday, 22 October 2024
- 213 Time View
Tag :
Popular Post